ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে চালু হলো নতুন ৬ বাটন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ফেসবুকে চালু হলো নতুন ৬ বাটন

ঢাকা: অবশেষে ফেসবুকে যুক্ত হয়েছে অনুভূতি প্রকাশের ৬টি নতুন বাটন। ফলে এখন শুধু লাইক কিংবা কমেন্ট করেই নয় নতুন নতুন ইমোজি বা বাটনে করা যাবে নিজস্ব অনুভূতিরও প্রকাশ।



ফেসবুকে যুক্ত নতুন ৬টি বাটন হলো- ‘লাইক’, ‘লাভ’, ‘হাহা’, ‘ওয়াও’, ‘স্যাড’ এবং ‘অ্যাংরি’। এই বাটনগুলোর মধ্য দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে।

কোনো পোস্টে এ ধরনের ইমোজি যোগ করতে হলে মোবাইল অ্যাপে পোস্টের নিচে নির্দিষ্ট জায়গায় চেপে ধরতে হবে। আর কম্পিউটারে ফেসবুক পোস্টের নিচে লাইক বাটনের ওপরে মাউস নিয়ে গেলেই (হোভার) ইমোজিগুলো দেখাবে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার ফেসবুক পোস্টে এই রি-অ্যাকশনস’ বাটন চালুর ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।