সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা-২০১৬ শুরু হয়েছে।
উপজেলার আইডিয়াল চত্বরে সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির ব্যবস্থাপনায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
এতে মূখ্য আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার।
তিনি বলেন, এই মেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মোস্তাফা জব্বার এ সময় তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি, সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির সভাপতি ফারুখ-উল-ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নু প্রমুখ।
মেলায় ২৮টি স্টলে অত্যাধুনিক কম্পিউটার সরঞ্জামাদি প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআই