ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো-২০১৬

লেনোভো’তে স্বাধীনতা অফার ও ৩০ শতাংশ পর্যন্ত ছাড়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
লেনোভো’তে স্বাধীনতা অফার ও ৩০ শতাংশ পর্যন্ত ছাড়! ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রযুক্তিপ্রেমীদের জন্য চলছে প্রযুক্তির নানা পণ্যের মেলা। স্বাধীনতার মাসের এ আয়োজনে বিশ্বের অন্যতম ল্যাপটপ, ট্যাব তৈরির প্রতিষ্ঠান লেনোভো’র পণ্যে দেওয়া হয়েছে স্বাধীনতার অফার।


 
এ অফারে লেনোভো’র ল্যাপটপ, ট্যাব কিনে স্ক্যাচকার্ড ঘষলেই পাওয়া যাবে এলএইডি টেলিভিশনসহ নানা উপহার। এছাড়া বিশেষ কিছু মডেলের পণ্যের ওপর গ্রাহকদের জন্য রাখা হয়েছে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
 
লেনোভো’র গ্রাহকদের জন্য এতোসব আয়োজন করেছে বাংলাদেশে লেনোভো’র কনজ্যুমার নোটবুকের একমাত্র ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড।
 
বৃহস্পতিবার (০৩ মার্চ) থেকে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। এ মেলায় পাওয়া যাচ্ছে লেনোভো’র আকর্ষণীয় এ ছাড় ও উপহার।
 
লেনোভো’র প্রডাক্ট ম্যানেজার খন্দকার খালিদ বিন আহমেদ বাংলানিউজকে বলেন, লেনোভো’র গ্রাহকদের জন্য সব সময়ই আমরা নতুন কিছু চিন্তা করি। এ ভাবনা থেকেই স্বাধীনতার অফারটি নিয়ে আসা হয়েছে। এছাড়া বিশেষ কিছু মডেলের পণ্যের ওপরও ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
 
তিনি জানান, এবারের মেলায় উন্নত প্রযুক্তি সম্পন্ন বেশ কিছু পণ্য রয়েছে। এর মধ্যে আছে লেনোভো’র জেড সিরিজের জেড-৫১৭০, কনভারটেবল এন্টারটেইনমেন্ট ল্যাপটপস লেনোভো ইয়োগা-৫০০। এছাড়াও আরও একাধিক পণ্যে রয়েছে নতুনত্ব।
LENOVO_1
লেনোভো জেড-৫১৭০
উন্নত প্রযুক্তিতে তৈরি থ্রিডি ক্যামেরা সংম্বলিত এ ল্যাপটপে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি। হাতের ইশারায় খেলা যাবে গেম। এছাড়া স্লিম আকৃতির এ ল্যাপটপে রয়েছে র‌্যাম আট জিবি ডিডিআর৩এল, ১টিবি+আট জিবি এসএসএইচডি, এএমডি রেডিয়ান আ৯ ৩৭৫ ডিডিআর৩এল চার জিবি, গিগাবাইট লেন, চার সেল ব্যাটারি।
 
লেনোভো ইয়োগা-৫০০
ভাজ করেও ব্যবহার করা যাবে এ ল্যাপটপটি। ল্যাপটপ, টেন্ট, ট্যাবলেট ও স্ট্যান্ড মুডে ব্যবহার করা যাবে এটি। র‌্যাম চার জিবি ডিডিআর৩এল, এইচডিডি ৫০০ জিবি+আট জিবি এসএসএইচডি। পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।
 
লেনোভো’র প্যাভিলিয়ন সূত্র জানায়, প্রতিটি পণ্যের সঙ্গে দেওয়া হচ্ছে একটি স্ক্যাচকার্ড। যা ঘষলে এলইডি টেলিভিশন, স্মার্ট মোবাইল ফোন, প্রিন্টার, মাউস, পেনড্রাইভ, লেনোভো টি শার্টসহ নানা পুরস্কার রয়েছে।
 
মেলা প্রাঙ্গনের মূল ফটক দিয়ে এগিয়ে সামনেই পাওয়া যাবে লেনোভোর প্যাভিলিয়ন। একঝাক কর্মী রয়েছেন এখানে। দর্শনার্থী ও ক্রেতাদের কাছে লেনোভো’র বিভিন্ন মডেলের পণ্য তুলে ধরছেন তারা।
 
প্যাভিলিয়নটিও সাজানো হয়েছে লেনোভো’র বিভিন্ন ডিজাইনের ল্যাপটপ, ট্যাব দিয়ে।
 
তিন দিনব্যাপী এ মেলার শেষ হবে আগামী শনিবার (০৫ মার্চ)। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরিচিত হতে পারবেন নানা প্রযুক্তি পণ্যের সঙ্গে।
 
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।