ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো-২০১৬

সনির পণ্যে বিশেষ ছাড়-উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
সনির পণ্যে বিশেষ ছাড়-উপহার ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নত প্রযুক্তিসম্পন্ন সনি ব্র্যান্ডের ক্যামেরা, অ্যান্ড্রয়েড টেলিভিশন, অ্যাকশন ক্যামেরাসহ একাধিক পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। এছাড়াও সনি এক্সপেরিয়া মোবাইলের সঙ্গে সেলফি স্টিকসহ রয়েছে নানা উপহার।


 
রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ উপলক্ষে গ্রাহকদের উদ্দেশ্যে এ ছাড় দিচ্ছে সনি পণ্যের একমাত্র ডিস্ট্রিবিউটর র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড।
 
শুক্রবার (০৪ মার্চ) বিকেলে বিআইসিসি’র দোতলায় সেলিব্রেটি হলে সনি পণ্যের প্যাভিলিয়নে খোঁজ নিতেই পাওয়া গেলো এসব তথ্য।
 
র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সারওয়ার জাহান চৌধুরী বাংলানিউজকে বলেন, মানে ও গুণে সনি পণ্য সেরা। এখানে কোনো সংশয় নেই। এ কারণেই আমরা সবসময়ই চেষ্টা করি সনির সবচেয়ে আপডেটেড পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার।
 
তিনি বলেন, মেলা মানেই উৎসব। আর উৎসবে উপহার পেলে গ্রাহকদের মধ্যে একটা আনন্দ খেলা করে। এসব চিন্তা থেকেই আমরা উপহার ও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। যেনো সনির গ্রাহকরা এসব পণ্য স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেন।
 
র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং জুয়েল মিয়া বলেন, সনি এক্সপেরিয়া জেড ফাইভ ডুয়েল, জেড ফাইভ প্রিমিয়াম ডুয়েল, এম ফাইভ ডুয়েল ও সি ফাইভ আল্ট্রা ডুয়েল মোবাইলের সঙ্গে দেওয়া হচ্ছে সনি এক্সেপেরিয়া সেলফি স্টিক (ফ্রি)। এছাড়া সনি মোবাইলের উপর ছাড় পাচ্ছেন ক্রেতারা।
 
তিনি জানান, ‍এখন শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, টেলিভিশনও পাওয়া যাচ্ছে। মেলায় অ্যান্ড্রয়েড ভার্সনের টেলিভিশন প্রদর্শনীতে রাখা হয়েছে। তবে ক্রেতারা যদি মেলা থেকে এসব পণ্য কেনেন তাহলে দেওয়া হচ্ছে উপহার।  
 
এ কর্মকর্তা আরও জানান, সনির এমডিআর (মিউজিক ডিজার্ভ রেসপেক্ট) হেডফোনের তিনটি সিরিজ পাওয়া যাচ্ছে। যারা মিউজিকের সঙ্গে নাচতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ড্যান্স সিরিজের হেডফোন। আর যারা ফ্যাশন সচেতন তাদের জন্য রয়েছে ফ্যাশন সিরিজের হেডফোন। ট্রাভেল করতে যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে ট্রাভেল সিরিজের হেডফোন। এগুলো খুবই উন্নত মানের ও আরামদায়ক।
 
এছাড়া সনির অ্যাকশন ক্যামেরায়ও রয়েছে বিশেষ ছাড়। ১৭০ ডিগ্রি অ্যাংগেলে ছবি নিতে পারে এমন অ্যাকশন ক্যামেরাও রয়েছে।
 
র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের এক্সিকিউটিভ মার্কেটিং মো. মহিউদ্দিন বলেন, ভিডিও গেমের অত্যাধুনিক প্লে স্টেশন ফোর-এ পাওয়া যাচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় ও বিক্রয়ত্তোর সেবা। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের অনেক বেশি প্রিয় এটি।
 
এছাড়া প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ক্যামেরাও পাওয়া যাচ্ছে সনির প্যাভিলিয়নে। ক্যামেরাগুলোর মধ্যে অন্যতম হলো আইএলসিই-সেভে আরএমটু। ৪২.৪ মেগা পিক্সেলের এ ক্যামেরার ফুল ফ্রেম সেন্সর। ফোর কে স্কিন।
 
জাপানের ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনির পণ্য দীর্ঘ দিন ধরে র‌্যাংগস ইলেক্ট্রোনিক্স লিমিটেড দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।
 
প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এ মেলা। শনিবার (০৫ মার্চ) পর্দা নামবে দেশের বৃহত্তম এ আইসিটি মেলার। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার সমিতি এর আয়োজন করেছে।
 
প্রযুক্তিপ্রেমীরা নিত্যনতুন প্রযুক্তির নানা পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন এ মেলার মাধ্যমে। এছাড়া অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তি বিষয়ক সেমিনার। এ থেকে নানা তথ্য ও নির্দেশনা পাওয়া যাচ্ছে।
 
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
একে/এসএস

** স্মাইল ব্রডব্যান্ডে ইন্টারনেটসহ একাধিক সেবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।