ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো

আন্তর্জাতিক মানের সফটওয়্যার সরবরাহ করছে সুব্রা সিস্টেমস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
আন্তর্জাতিক মানের সফটওয়্যার সরবরাহ করছে সুব্রা সিস্টেমস ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শিল্প, আর্থিক, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যারের যাবতীয় সমাধান দিচ্ছে সুব্রা সিস্টেমস লিমিটেড। ভিন্নধর্মী ও আন্তর্জাতিক মানের নানা সফটওয়্যার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে এ প্রতিষ্ঠানের সফটওয়্যারগুলো দেশের বাইরেও রপ্তানি হচ্ছে।

গত বৃহস্পতিবার (০৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া বাংলাদেশ আইসিটি এক্সপোতে সুব্রা সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।
 
শনিবার (০৫ মার্চ) বিআইসিসির হারমনি হলে সুব্রা সিস্টেমস লিমিটেডের ৪৯ নম্বর স্টলে কথা হয় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন সিদ্দিকীর সঙ্গে।
 
তিনি বলেন, আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং লিগ্যাল রিকয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার সরবরাহ করি আমরা। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অপারেশন পলিসি অনুযায়ী কাস্টমাইজড সফটওয়্যার বাস্তবায়নে সেবা দিয়ে যাচ্ছে।
 
তিনি জানান, উন্নত প্রযুক্তিসম্পন্ন এ প্রতিষ্ঠানের প্রতিটি সফটওয়্যার দীর্ঘস্থায়ী ও সহজে বাস্তবায়নযোগ্য। ফলে দিনদিন গ্রাহকদের চাহিদা বাড়ছে।
 
সবসময়ই ভিন্নধর্মী ও আধুনিক মানসম্মত সফটওয়্যার গ্রাহকদের দেওয়া হয় উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক হিসাবরক্ষণ ব্যবস্থা অনুযায়ী (আইএএস) সফটওয়্যার ডেভেলপ করি। ফলে গ্রাহকদের হয়রানি বা লোকসান হয় না।
 
তিনি জানান, প্রথমে প্রতিষ্ঠানের ব্যবসা বিশ্লেষণ করা হয়। এরপর কাজ করা হয় ওই প্রতিষ্ঠানের অপারেশন পলিসি উন্নয়নে। সার্বিক বিশ্লেষণ করে সরবরাহ করা হয় সহজে বাস্তবায়নযোগ্য সফটওয়্যার। এতে গ্রাহক সহজে সফটওয়্যারটি বাস্তবায়ন করতে সক্ষম হন।
 
এ কর্মকর্তা জানান, দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের সফটওয়্যার ব্যবহার করছে এবং সবাই খুবই ইতিবাচকভাবে তাদের পণ্যটি গ্রহণ করেছেন। এর অন্যতম কারণ সফটওয়্যারগুলো খুবই মানসম্মত ও আন্তর্জাতিক মানের।

এ প্রতিষ্ঠানের প্রধান সফটওয়্যারগুলোর মধ্য রয়েছে গার্মেন্টস ম্যানেজমেন্ট, লেদার গুডস ম্যানুফেকচারিং সলিউশন, ক্যাপিটাল মার্কেট সলিউশন, ইনভেনটরি অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট, অ্যমাউসমেন্ট পার্ক ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, পিওএস, ই-এডুকেশন ম্যানেজমেন্ট, এন্টি মানি লন্ডারিং রিপোর্ট সলিউশন।
 
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
একে/আরএইচএস/এএ

** নিউমেন প্যাভিলিয়নে মিলছে ৩০% ছাড়
** দেশি ব্র্যান্ডের পণ্যে মূল্য ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।