ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক লাখ নতুন সিম্ফোনি সেটে চালডাল অ্যাপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
এক লাখ নতুন সিম্ফোনি সেটে চালডাল অ্যাপ

ঢাকা: ‘এইচ৫৮’ নামের নতুন বাজারে আসা সিম্ফোনি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে থাকছে দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি শপ চালডাল ডট কমের অ্যাপ। চালডাল ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্রান্ড সিম্ফোনির মধ্যে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।



সিম্ফোনি বাংলাদেশ থেকে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্রান্ড হিসেবে সব ধরনের মানুষের কাছে পরিচিত ব্রান্ড সিম্ফোনি। সিম্ফোনি সেটে নানা ধরনের অ্যাপ যেকোন সময় ইনস্টল করা গেলেও ব্যবহারকারীদের সুবিধার্থে শুরুতেই সিম্ফোনি সেটে প্রয়োজনীয় নানা ধরনের অ্যাপ ইনস্টল করা থাকে। চালডাল বর্তমানে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়েছে উঠেছে এবং চালডালের অ্যাপটি সব ধরনের মানুষের প্রয়োজনীয় বলেই সিম্ফোনির নতুন মডেলের হ্যান্ডসেট ‘সিম্ফোনি এইচ৫৮’ তে চালডাল অ্যাপ ইনস্টল করে দেওয়া রয়েছে। ফলে, এই মডেলের বের হওয়া ১ লাখ হ্যান্ডসেট কিনলেই সেই সেটে পাওয়া যাবে চালডাল অ্যাপ।

চালডাল থেকে জানানো হয়, সময় নষ্ট করে বাজার করা, অনেক বাজার বাড়িতে বয়ে আনা, পণ্যের সঠিক দাম না জানা, পণ্যে মান ঠিকমতো বুঝতে না পারা বা নিজের পছন্দের যেকোন পণ্য কিনতে না পারাসহ এই সকল সমস্যার সমাধান এখন চালডাল ডট কম। চালডাল এখন যেকোন পণ্য অর্ডার করার এক ঘণ্টার মধ্যে পৌঁছে যায় ক্রেতার দরজায়। নিজেদের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বসেরা উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটরের সেরা নতুন উদ্যোগের তালিকায় সেরা দশে সম্প্রতি জায়গা পেয়েছে চালডাল। ক্রেতাদের সুবিধার জন্য চালডালের আছে অ্যান্ড্রয়েড অ্যাপ। বাংলা-ইংরেজি উভয় ভাষায় এই অ্যাপ থাকায় যেকোন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারী এই অ্যাপটি ইনস্টল করে চালডাল থেকে সহজেই বাজার করতে পারবে। আর সিম্ফনি যেহেতু বর্তমানে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্রান্ড, তাই ‘সিম্ফোনি এইচ৫৮’ সেটে চালডালের অ্যাপ দেওয়ার মাধ্যমে সব ধরনের মানুষের কাছে পৌঁছাতে চায় চালডাল। এই অ্যাপ থেকে বাজার করলে প্রথম বাজারে ক্রেতারা পাচ্ছেন ৫% ছাড়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।