ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আত্মপ্রকাশ করেছে ‘বিএফএ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আত্মপ্রকাশ করেছে ‘বিএফএ’

অনলাইন আউটসোর্সিং’এ বাংলাদেশের তরুন প্রজন্মের সফলতা অসামান্য। বিক্ষিপ্তভাবে তাদের এই অর্জন করা সফলতাকে সাংগঠনিক ভিত্তি দিতে তথ্যপ্রযুক্তিতে মুক্ত পেশাজীবীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।



নবগঠিত এই অ্যাসোসিয়েশন আউটসোর্সিং খাতে বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে প্রতিশ্রুতবদ্ধ।

বিশেষত আউটসোর্সিং’এ দক্ষতা অর্জনের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস প্রনয়ন, কোর্স ম্যানুয়াল ডেভোলপ করা, প্রশিক্ষণ প্রদানকারী ইনস্টিটিউটের অনুমোদন প্রদান, দক্ষ প্রশিক্ষক তৈরিতে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি এই খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার প্রত্যাশা রয়েছে।

ঢাকার পান্থপথে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে মো: আবু কায়সারকে আহ্বায়ক, মো: রুবেল হামজা, মো: মনির হোসেন ও মো: আসিফুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং মো: আসাফুর রহমানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন মো: সরোয়ার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, সাব্বির আহমেদ, সফিউল আলম, নাবিলা খুরশিদ, আল মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, জি এম তাসনিম আলম, মারুফ হাসান বুলবুল ও মো: ইউসুফ আলী।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।