ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে দেওয়ান আইসিটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে দেওয়ান আইসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন খাতের বিশেষায়িত বিষয়ের ওপর প্রশিক্ষণ দিচ্ছে দেওয়ান আইসিটি প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ দিচ্ছেন প্রতিষ্ঠানটি।



শুক্রবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু করেছে দেওয়ান আইসিটি।

বিভিন্ন শিফটে (সকাল/বিকেল/সান্ধ্যকালীন) ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এসব কোর্সে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষারা ৫০-৭৫ শতাংশ বৃত্তিতে (ছাড়) ভর্তির সুযোগ পাবেন।

যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে-র্সাটিফিকেট ইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন প্রোফেশনাল গ্রাফ্রিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলেপমন্টে, আউটসোসিং ট্রেনিং, এসইও, কম্পিউটার নেটওর্য়াকিং, অটোক্যাড, কম্পিউটার প্রোগ্রামিং।

এ ছাড়াও ৩-৬ মাস মেয়াদী থ্রিডি ম্যাক্স, , মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/ অ্যানিমেশন/গেম ডিজাইনের ওপর সার্টিফিকেট কোর্স করানো হয় প্রতিষ্ঠানটিতে।  

দেওয়ান আইসিটি, ৩৭৪-৩৭৭, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স (৪র্থ তলা), মিরপুর-১, ঢাকা-১২১৬। www.dewanict.com

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।