ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস’র নতুন কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ গঠন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বিসিএস’র নতুন কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ গঠন আলী আশফাক ও ইঞ্জি. সুব্রত সরকার

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-২০১৭ মেয়াদকালের জন্য কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ গঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) সমিতির কার্যালয়ে নতুন কার্যনির্বাহী কমিটির পদবন্টন অনুষ্ঠিত হয়।



এতে আরএম সিস্টেমস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলী আশফাক সভাপতি এবং সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার মহাসচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী শামীম (স্বত্বাধিকারী, কম্পিউটার পয়েন্ট), যুগ্ম-মহাসচিব পদে নাজমুল আলম ভূঁইয়া জুয়েল (স্বত্বাধিকারী, সাইবার কমিউনিকেশনস্) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো: শাহিদ-উল-মুনীর ( চেয়ারম্যান, ইপসিলন সিস্টেমস এন্ড সলিউশন লিঃ),  এ.টি. শফিক উদ্দিন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি:) এবং এস.এম. ওয়াহিদুজ্জামান (স্বত্বাধিকারী, মাইক্রো সান সিষ্টেমস্)।

একই সাথে আজ বিসিএসের ৮টি শাখা কমিটির (খুলনা, সিলেট, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম) পদবন্টন হয়েছে।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ আগামী ০১ এপ্রিল থেকে দায়িত্ব পালন শুরু করবেন।

উল্লেখ্য, ১৪ মার্চ  সোমবার ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন স্বদেশ রঞ্জন সাহা এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে খন্দকার আতিক-ই-রাব্বানী ও কামরুল ইসলাম। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে শাফকাত হায়দার এবং নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসেবে শেখ কবির আহমেদ ও এ.কে.এম শামসুল হুদা দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।