ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অদম্য বাঙালি আইসিটিতে হবে বিশ্ব মানের

মাহমুদ মেনন, সাজেদা সুইটি ও আবু খালিদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
অদম্য বাঙালি আইসিটিতে হবে বিশ্ব মানের ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নগুলো যেনো জানাই ছিলো জুনাইদ আহমেদ পলকের। আর তাই, যা কিছু বললেন তার বিপরীতে নোটবুকে টুকে রাখা প্রশ্নগুলোরই মিল খুঁজে পাওয়া গেলো।

অভিনব সাক্ষাৎকার। আগে উত্তর, পরে প্রশ্ন মিলিয়ে নেওয়া। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সঙ্গে বাংলানিউজ টিমের কথা হয় গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে তার নিজস্ব অফিস কক্ষে।

এই মন্ত্রণালয়ের মূল দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তার সরাসরি তত্ত্বাবধানে, আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে কাজ করে যাচ্ছেন সরকারের মন্ত্রিসভার এই সর্বকনিষ্ঠ সদস্য। সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়, তার প্রধানতম কারিগর এই প্রতিমন্ত্রী জুনাইদ পলক।

প্রায় ঘণ্টাখানেক ধরে বাংলানিউজের সঙ্গে তার আলাপচারিতায় নিশ্চিত করে বলা চলে, যে কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তা তিনি ভালো করেই বোঝেন, জানেন, চেতনায় ধারণ করেন আর তা বাস্তবায়নেও সচেষ্ট রয়েছেন।

জুনাইদ পলকও তেমনটাই বিশ্বাস করেন। তিনি বলেন, এ পর্যন্ত আমরা একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। এ থেকে নিশ্চিত হয়, আইটি সেক্টরে আমাদের সকল কার্যক্রম সঠিক পথে রয়েছে। শুধু এসব সাফল্যই নয়, গত সাত বছরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এ বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে স্বীকৃতি বা পুরস্কারের আশায় নয়, সত্যিকার অর্থেই একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

গত ১৬ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার হিসেবে নির্বাচিত করেছে। এটাও তার এই কাজেরই স্বীকৃতি।  

শুরুতেই জানিয়ে দিলেন লক্ষ্য তিনটি- কানেক্টিভিটি, হিউম্যান রিসোর্স, আর ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন। এগুলোই মূল কাজ আর সেগুলোতে লক্ষ্য স্থির করেই এগুচ্ছে সরকারের আইসিটি ডিভিশন।

পরের অংশ>>

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।