ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল সিকিউরিটি সামিট’র আয়োজন করছে ডিআইএ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ডিজিটাল সিকিউরিটি সামিট’র আয়োজন করছে ডিআইএ

আগামী ২৮ ও ২৯ মে দু্ই দিনব্যাপী ডিজিটাল সিকিউরিটি সামিট ২০১৬’র আয়োজন করছে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি। রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত ডিজিটাল সিকিউরিটি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে টেকনিক্যাল সেশন, এতে হাজারোধিক সিকিউরিটি প্রফেশনাল সহ তথ্যপ্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের সামনে দেশ বিদেশের শীর্ষস্থানীয় সিকিউরিটি বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনের বিস্তারতি উপাস্থপন করা হবে বলে জানিয়েছে আয়োজক সুত্র।

উল্লেখ্য, সামিটে সহযোগি হিসেবে থাকছে সরকারের আইসিটি বিভাগ ও ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস ‍এলায়েন্স। এছাড়া স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে থাকছেন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।