ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ‘জিওমি মি ৫’ উন্মুক্তের দিন চুড়ান্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ভারতে ‘জিওমি মি ৫’ উন্মুক্তের দিন চুড়ান্ত

আর মাত্র এক দিন বাদে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে জিওমি’র নতুন স্মার্টফোন ‘মি ৫’। চীনের পর ভারত দ্বিতীয় হিসেবে পাচ্ছে মোবাইল ফোনটি।

চলতি বছর অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬‘তে চীনের এই নির্মাতা বিশ্বব্যাপী ‘মি ৫’ প্রকাশের ঘোষণা দেয়।

সম্প্রতি জিওমি’র ভাইস প্রেসিডেন্ট ‘রেডমি নোট ৩’ প্রকাশের অনুষ্ঠানে নিশ্চিত করেই বলেছিলেন এ মাসেই মি ৫ প্রকাশ হচ্ছে ভারতে। এসময় তিনি বলেছিলেন, ভারতই হচ্ছে দ্বিতীয় দেশ যেখানে এতো তাড়াতাড়ি ‘মি ৫’ প্রবেশ করছে। তবে সুনির্দিষ্ট দিন তারিখ সম্পর্কে কিছু বলেননি তিনি।

অবশেষে সেই তথ্যই সত্যি হতে যাচ্ছে। ভারতে এ পণ্যটি প্রকাশের জন্য নয়া দিল্লীতে ৩১ মার্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে, আর সেই ইভেন্টে উপস্থিত থাকতে জিওমির পক্ষ থেকে ইতোমধ্যে সংবাদ মাধ্যমে আমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়েছে।

উল্লেখ্য, জিওমি মি ৫ হলো চীনের টেক স্টার্টআপ প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশীপ স্মার্টফোন। চীনে মি ৫ এর মূল্য ১৯৯৯ ইয়ুন যা রুপিতে প্রায় ২১ হাজার। এখন ভারতীয় গ্রাহকদের এটা সংগ্রহে কতোটা খরচা করতে হবে সেজন্য কিছুটা সময়তো অপেক্ষায় থাকতে হবে। ধারণা করা হচ্ছে ২৫ হাজারের নিচে এর মূল্য নির্ধারণ হবে।

মি ৫ একটি চাহিদাবহুল পণ্য। কেননা চীনে প্রথম যখন এটা ছাড়া হয় সেসময় ১৬ মিলিয়ন প্রি অর্ডারের চিত্র দেখা গিয়েছিল।

এতে কি কি রয়েছে সে বিষয়ে অনেক রিপোর্ট হয়েছে।

এখনকার তথ্য অনুযায়ী, মি মডেল পাওয়া যাবে তিন প্রকারে যার একটি ৩জিবি+৩২জিবি, ৩জিবি+৬৪জিবি এবং ৪জিবি+১২৮জিবি স্টোরেজের। ১২৮ জিবি ৠাম সহ ৪জিবি ভার্সনকে বলা হচ্ছে ‘জিওমি মি ৫ প্রো’।

এর পর্দার আকার ৫.১৫ ইঞ্চি যাতে পুরো এইচডি ডিসপ্লে আছে। কোয়ালকমের আধুনিক এবং অধিক শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরে এটি চালিত। ক্যামেরাতে আছে ৪ অক্ষের ওআইএস প্রযুক্তি সহ ১৬ এমপি প্রাইমারি ক্যামেরা এবং ৪ এমপি সেকান্ডারি ক্যামেরা। মেটাল এবং থ্রিডি সিরামিক বৈচিত্রের মি ৫ চলবে অ্যান্ড্রয়েড ৬ সংস্করণ ভিত্তিক এমআইইউআই৭ সংস্করণে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।