ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের ‘এমএজি’র সদস্য সুমন আহমেদ সাবির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের ‘এমএজি’র সদস্য সুমন আহমেদ সাবির

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) বোর্ড অফ ট্রাস্টি’র চেয়ারম্যান ও এপনিক’র পলিসি সংক্রান্ত স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) কমিটির কো-চেয়ারম্যান সুমন আহমেদ সাবির ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের (আইজিএফ) মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভাইজরি গ্রুপ ২০১৬ এর সদস্য নির্বাচিত হয়েছেন।

৫৫ সদস্যের মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভাইজরি গ্রুপে বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা রয়েছেন।

জাতিসংঘ মহাসচিবকে ইন্টারনেট গর্ভনেন্স বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করবেন গ্রুপের সদস্যরা।

২০০৫ সালের নভেম্বরে তিউনেশিয়ায় অনুষ্ঠিত ডব্লিউএসআইএস সম্মেলনে ইন্টারনেট গর্ভনেন্স ফোরাম গঠন করে জাতিসংঘ। বাংলাদেশ থেকে ২০১১ সালে তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হুদা খান এ গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সুমন আহমেদ সাবির সদস্য নির্বাচিত হওয়ায় ইন্টারনেট সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন পলিসি ও টেকনিক্যাল অপারেশনাল ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করছে বিডিনগ।

একইসাথে তার নতুন দায়িত্ব বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন ও নীতি প্রনয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে তিনি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার এট হোমের চীফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।