ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি এস৭ এ কান পুড়ে যায়!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
গ্যালাক্সি এস৭ এ কান পুড়ে যায়!

ঢাকা: স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ আর এস৭ এজ দুটো ফোনই ক্রেতাকে বিপাকে ফেলেছে। দিন কয়েক মাত্র বাজারে এসেছে কিন্তু এ নিয়ে ক্রেতার অভিযোগের শেষ নেই।

সবচেয়ে বড় সমস্যা ফোনসেট গরম হয়ে যাওয়া। বড় অংকের দাম দিয়ে সেট কেনার পর কেউ কেউ দ্রুতই তা বর্জনের ঘোষণা দিয়েছেন।

অ্যাডভান্সড ইউজারদের অনেকেই আইফোনের সঙ্গে স্যামসাংয়ের তুলনা করতেও ছাড়ছেন না। তারা বলেই দিচ্ছেন, স্যামসাং পিছিয়ে।

গ্যালাক্সি এস৭ আর এস৭ এজ দুটো ফোনের একটি সাধারণ ও বেশি মাত্রার অভিযোগ আসছে এর টাচস্ক্রিন নিয়ে। বলা হচ্ছে একটু বেশিই স্পর্শকাতর। সামান্য ছোঁয়াতেই এই বাটন সেই বাটন কাজ করতে শুরু করে। এতে ব্যবহারকারীদের কাছে চূড়ান্ত বিরক্তির কারণ হয়ে উঠেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ।

একজন ক্রেতার দাবি, হুট হাট খুলে যাচ্ছে স্ক্রিনে রাখা কোনও অ্যাপ। অথবা একটি খুলতে গিয়ে অন্যটি খুলে যাচ্ছে। এই ব্যবহারকারী অবশ্য এটিকে স্যামসাংয়ের পুরোনো সমস্যা বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ওদের গ্যালাক্সি নোট-৫ এও একই ধরনের সমস্যা ছিলো।

কোনও কোন ব্যবহারকারী এই দুটি সেটেই আরও কিছু সমস্যার কথা সামনে এনেছেন। তারা এর ব্লুটুথ নিয়ে বড় ধরনের জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন। বলেছেন, গাড়িতে ব্লুটুথ কাজ করে না। এছাড়া কানেক্টেড হতে দীর্ঘসময় লেগে যায়।

এছাড়া ফ্লিপবোর্ড ব্রিফিং স্ক্রিন নিয়ে ঝামেলায় পড়েছেন অনেক ক্রেতা।

আর গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ দুটো সেটই গরম হয়ে যাওয়ার সমস্যা প্রকট। এই দোষ অ্যান্ড্রয়েড সফটওয়ারের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে স্যামসাংয়ের। কিন্তু অগ্রসর ক্রেতারা তা মানতে নারাজ। তারা মনে করছেন এটি নিঃসন্দেহে গ্যালাক্সি এস৭ এর হার্ডওয়ারের সমস্যা। এছাড়ার এর স্ন্যাপড্রাগন প্রোসেসরটিও এর জন্য দায়ী।

একজন ক্রেতার দাবি, গ্যালাক্সি এস৭ কিংবা এস৭এজ যেটাই কিনুন সেট গরম হবেই। আর তা এত গরম যে আপনার কান পুড়িয়ে ছাড়বে। সাধারণ অভিযোগ হচ্ছে ফোনটি চার্জ দেওয়ার সময় তা ভীষণ গরম হয়ে যায়। তখন তা এত গরম হয় যে হাতে ধরতে গেলে গ্লাভস পরে নিতে হবে। ফোন চার্জে রেখে ব্যবহার তো একেবারেই সম্ভব নয়, গ্যালাক্সি এস৭ বা এস৭ এজ-এ।

অতীতেও স্যামসাংয়ের ফোন নিয়ে ঝামেলায় ছিলেন ক্রেতারা। নতুন দামী দুটি সেট বাজারে এনে আরও সমালোচনায়ই পড়লো দক্ষিণকোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময় ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।