ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল হ্যান্ডসেটের তথ্যভাণ্ডার এক মাসের মধ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মোবাইল হ্যান্ডসেটের তথ্যভাণ্ডার এক মাসের মধ্যে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‌মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনের জন্য অাগামী এক মাসের মধ্যে তথ্যভাণ্ডার চালু করা হবে বলে জা‌নিয়েছেন ডাক ও টে‌লিযোগাযোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম।

তি‌নি বলেন, এ মুহূর্তে বায়েমে‌ট্রিক পদ্ধ‌তিতে ‌সিম নিবন্ধন চলছে।

এক সময় হ্যান্ডসে‌ট নিবন্ধনের দিকে যাবো। তবে অাপাতত নয়। এখন ডাটাবেজ করবো যেন, গ্রাহকরা তার হ্যান্ডসেট‌টি সঠিকভাবে অানা হয়েছে কিনা তা চেক করে জানতে পারবেন।

তারানা হা‌লিম বলেন, মাস খানেকের মধ্যে অাইএমইঅাই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট অাইডেন্টি‌টি) সফটওয়্যার ইনস্টল করা হবে। সেটা বি‌টিঅার‌সি মেন‌ট্যান করবে।

শ‌নিবার (২৩ এ‌প্রিল) রাজধানীর ওয়ে‌স্টিন হোটেলে টে‌লিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (‌টিঅারএন‌বি) অায়ো‌জিত গোলটে‌বিল অালোচনায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে প্র‌তিমন্ত্রী এতথ্য জানান।

‘ডি‌জিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূ‌মিকা’ শীর্ষক সে‌মিনানে ‌টে‌লিকম বিশেষজ্ঞ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মোবা‌ইল ফোন ইমপোর্টাস অ্যাসো‌সিয়েশন জানায়, বর্তমানে ২/৩ হাজার কো‌টি টাকার অবৈধ মার্কেট গড়ে উঠেছে। এজন্য স‌ঠিক পদ্ধ‌তিতে হ্যান্ডসেট অামদানিকারকরা ক্ষ‌তিগ্রস্ত হচ্ছেন। পাশাপা‌শি ঠকছেন সাধারণ গ্রাহক।

প্র‌তিমন্ত্রী বলেন, অামরা স্বপ্লমূল্যে প্রত্যেকের হাতে স্মার্টফোন ‌পৌঁছে দিতে চাই। হ্যান্ডসেট অামদানির ক্ষেত্রে ট্যাক্সের বাধা তুলে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চি‌ঠি পাঠানো হয়েছে বলে জানান প্র‌তিমন্ত্রী।

তি‌নি বলেন, যতো মানুষের হাতে স্মার্টফোন যাবে ততো ডাটা ব্যবহার বেড়ে যাবে। রাজস্ব বাড়বে।

ডি‌জিটাল বাংলাদেশ গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয় জা‌নিয়ে প্র‌তিমন্ত্রী বলেন, এতে মোবাইল ফোন অপারেটররা গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখছে। অামরা নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের উপর গুরুত্ব দি‌চ্ছি। তবে এ ক্ষেত্রে শৃঙ্খলার উপর জোর দিতে ‌হবে। এজন্য বিশ্বাস স্থাপনের উপর জোর দিতে হবে।

বায়োমে‌ট্রিক সিম নিবন্ধনে রিটেইলাররা টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্র‌তিমন্ত্রী।

তি‌নি বলেন, দুঃজনকভাবে বলতে চাই রিটেইলারদের রিটেইলার‌শিপ বা‌তিল করার নির্দেশ বাস্তবায়ন হয়‌নি। অন্তত অামার ফেসবুকে যে অ‌ভিযোগ তা ধরে এগোলেও হতো।

অনুষ্ঠানে বি‌টিঅার‌সি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অ‌ফিসার ও অ্যাসো‌সিয়েশন অব মোবাইল টে‌লিকম অপাটেরস অব বাংলাদেশ'র প্র‌তি‌নি‌ধি মাহমুদ হোসেন, মোবাইল হ্যান্ডসেট অামদানিকারকদের সংগঠনের সভাপ‌তি রুহুল অা‌মিন, সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক এবং বি‌টিঅার‌সি ও কাস্টমস কর্মকর্তারা অংশ নিয়েছেন।

টিঅারএন‌বি সভাপ‌তি রাশেদ মেহেদীর সভাপ‌তিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম অাহমে‌দ।

**মোবাইল হ্যান্ডসেটের হাজার কো‌টি টাকার অবৈধ মার্কেট

বাংলা‌দেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমঅাইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।