ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াং বাংলা ও মাইক্রোসফটের সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরির উদ্যোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
ইয়াং বাংলা ও মাইক্রোসফটের সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরির উদ্যোগ

ঢাকা: মাইক্রোসফট ও ইয়াং বাংলা সারাদেশে শুরু করেছে সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরির কাজ।

তারই অংশ হিসেবে গত ২২ ও ২৩ এপ্রিল মৌলভীবাজার সরকারি কলেজ ও সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ১২০ জন ‘ইয়াং বাংলা ভলান্টিয়ার’কে দেওয়া হলো সার্ভিস ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেনিং এবং সঙ্গে মাইক্রোসফটের সার্টিফিকেট।

সার্ভিস ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে মূলত কম্পিউটারের সাধারণ সমস্যা সমাধানের প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণার্থীরা নিজেদের কম্পিউটার ঠিক করার পাশাপাশি গ্রামে বসে অন্যদেরও এই সেবা দিতে পারবেন।

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেছে ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশন।

এই প্রশিক্ষণ সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির বলেন, মাইক্রোসফট ও ইয়াং বাংলা এক সঙ্গে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নিয়ে তথ্য-প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।