ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দাম কমেছে হুয়াওয়ে হ্যান্ডসেটের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
দাম কমেছে হুয়াওয়ে হ্যান্ডসেটের

বাংলাদেশের বাজারে বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে বিশ্বের দ্বিতীয় অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। ক্রয়ক্ষমতার মধ্যে ক্রেতারা যেনো সেরা স্মার্টফোন কিনতে পারেন সে উদ্দেশ্যে এমন পদক্ষেপ গ্রহণ করেছে চীনের এই আইসিটি প্রতিষ্ঠান।

দাম কমানো হ্যান্ডসেটের তালিকায় রয়েছে “হুয়াওয়ে ওয়াই৬২৫, ওয়াই৬ লাইট, ওয়াই৬, জি প্লে মিনি, ওয়াই৬ প্রো, অনার ফোরএক্স, পিএইট লাইট, জিআর থ্রি এবং জিসেভেন প্লাস”। মডেলগুলোতে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। সেইসাথে প্রতিটি হ্যান্ডসেটে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) ডিভাইস ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, তথ্যপ্রযুক্তিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যার মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতে যে পরিমান সহায়তা করছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আর এসব কারণে তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় আমরা এদেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারছি, পাশাপাশি ক্রেতাদের হাতের নাগালে আধুনিক ডিভাইস এনে দিতে সক্ষম হচ্ছি।

রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ দেশের ৬৪ জেলায় রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলো থেকে কমদামে হুয়াওয়ে-এর স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা।

গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষস্থানীয় সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে সৃষ্টিশীল ও আধুনিক পণ্য উৎপাদনের মাধ্যমে হুয়াইয়ে আজ এই অবস্থানে এসেছে। ২০১৫ সালে তাদের স্মার্টফোন রফতানীর পরিমান ১০৮ মিলিয়ন।

বাজেটের মধ্যে সব বয়সীদের জন্যই প্রতিনিয়ত নতুন বিভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজারেও চাহিদানুযায়ী বেশ কয়েকটি মডেল এনেছে হুয়াওয়ে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৬

এসজেডএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।