ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদ ভ্রমণ সহজে রবি’র ট্রেন টিকিটিং সল্যুশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ঈদ ভ্রমণ সহজে রবি’র ট্রেন টিকিটিং সল্যুশন

ঢাকা: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে গন্তব্যে যাওয়ার পরিকল্পনায় ব্যস্ত সবাই। আর সে পরিকল্পনাকে সহজ করে তুলতে ডিজিটাল ট্রেন টিকিটিং সল্যুশন এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।


 
গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন থেকে *১৩১# লিখে ডায়াল করে টিকিট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশন তার গন্তব্য, কোন ট্রেনে যাবেন, কোন শ্রেণি ও কোন সিট কিনতে তিনি ইচ্ছুক এসব তথ্য জানতে চাওয়া হবে।
 
টিকিট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ একটি এসএমএস গ্রাহক সঙ্গে সঙ্গে পাবেন। যাতে টিকিটটি কেনার জন্য কতো টাকা লাগবে তাও উল্লেখ থাকবে। এসএমএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে রবি’র ১২ হাজার ক্যাশ পয়েন্টের যে কোনটিতে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে।

গ্রাহক ইচ্ছে করলে পুরো প্রক্রিয়াটিই এজেন্ট পয়েন্টগুলোর সহায়তায় করতে পারবেন।
 
মূল্য পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকিট নম্বর পাবেন। এ ই-টিকিটটি রেল স্টেশনের কম্পিউটার কাউন্টারে দেখিয়ে গ্রাহকদের প্রচলিত ট্রেন টিকিট সংগ্রহ করতে হবে। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে টিকিটটি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। এ প্লাটফরমটিতে দেশের ৫২টি রেলস্টেশনের টিকিট পাওয়া যাবে। অর্থাৎ প্রায় সব ট্রেন যাত্রীই রবি’র এ ডিজিটাল সেবাটি উপভোগ করতে পারবেন।
 
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সিটের টিকিটের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। টিকিটটি হস্তান্তরযোগ্য নয় এবং একটি নম্বর থেকে মাসে সর্বোচ্চ দু’বার লেনদেন করা যাবে।
 
মোবাইলভিত্তিক ট্রেন টিকিটিং সল্যুশনটির মাধ্যমে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকিট কেনা যাবে। যাত্রার সর্বোচ্চ ৫ দিন আগে থেকে টিকিট কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।    
 
বুধবার (২২ জুন) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ডিজিটাল ট্রেন টিকিটিং সল্যুশন চালু করেছে অপারেটরটি।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।