ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস সদস্যদের ব্যবসায় সম্প্রসারণে কার্যক্রম বাড়াবে জেট্রো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বেসিস সদস্যদের ব্যবসায় সম্প্রসারণে কার্যক্রম বাড়াবে জেট্রো

জাপানের বাজারে বেসিস সদস্য প্রতিষ্ঠানের ব্যবসায় সম্প্রসারণ ও মানোন্নয়নে আরো বেশি গুরুত্ব দেবে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ‘জেট্রো’। বিনিয়োগকারীদের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানে অধিক সংখ্যাক বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক, সেমিনারসহ নানা পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুন) জেট্রো প্রতিনিধিদলের সঙ্গে বেসিস প্রতিনিধিদলের বৈঠকে এসব কথা বলা হয়।

জেট্রোর ঢাকা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বেসিসের বিদায়ী সভাপতি শামীম আহসানের নেতৃত্বে নতুন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ ও পরিচালক উত্তম কুমার পাল এবং জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কেই কায়ানোর নেতৃত্বে পরিচালক লিটন সি সরকার ও ব্যবস্থাপক এস.এম শরিফুল আলম অংশ নেন।

বৈঠকে উভয় দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় নিজেদের বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।

বেসিস প্রতিনিধিরা এতে অতীতের চেয়েও আগামীতে যৌথভাবে আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দেন। আর জেট্রোর প্রতিনিধিরা আগামী ডিজিটাল ওয়ার্ল্ড ও বেসিস সফটএক্সপোতে জাপানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণসহ বেশ কিছু কারর্যেক্রম গ্রহণের ইচ্ছার কথা জানান।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।