ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে সাইবার হামলার আগাম বার্তা দেবে মাইক্রোসফট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বাংলাদেশে সাইবার হামলার আগাম বার্তা দেবে মাইক্রোসফট

ঢাকা: সাইবার নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি নিরূপণে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবে মার্কিন বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।  

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবির চুক্তিতে সই করেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর তারানা হালিম বলেন, চুক্তির ফলে মাইক্রোসফটের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলো। এরফলে বাংলাদেশে সাইবার হামলা হলে আগাম সতর্ক বার্তা দেবে মাইক্রোসফট। এরপর আমরা তা মোকাবেলায় সহায়তা চাইলে তারা ইন্টারনেট রোবট বা বট নেট দিয়ে তা মোকাবেলায় সহায়তা দেবে। এজন্য কোনো অর্থ খরচ করতে হবে না।

স্বচ্ছতা নিশ্চিতের জন্য মাইক্রোসফট কোড শেয়ার করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

চলতি বছরের জানুয়ারিতে তারানা হালিম সিঙ্গাপুর সফরের সময় মাইক্রোসফটের অফিস পরিদর্শনকালে সেখানে সাইবার হামলা মোকাবেলা নিয়ে আলোচনার পর এই সমঝোতা হলো।

তারানা হালিম বলেন, এই চুক্তির ফলে সাইবার হামলা মোকাবেলা ছাড়াও নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে, আমাদের দক্ষতা তৈরি করতে পারবো।  
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা তথা ইন্টারনেট বেইজড অপরাধ হলে মাইক্রোসফট বার্তা দেবে। প্রাথমিকভাবে সরকারি সংস্থাগুলো এই সেবা পাবে।

এশিয়ার অন্তত ২৫টি দেশে সাইবার নিরাপত্তা নিয়ে মাইক্রোসফট কাজ করছে বলে জানান সনিয়া বশির কবির।

তিন বছরের জন্য এ চুক্তি জানিয়ে তিনি বলেন, আমরা সাইবার হামলা চিহ্নিত করবো এবং সরকারকে অবহিত করব। সরকার সহায়তা চাইলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।