ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রাম রেলস্টেশনে রবি’র তথ্য ও সেবা কেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
চট্টগ্রাম রেলস্টেশনে রবি’র তথ্য ও সেবা কেন্দ্র

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রাম রেলস্টেশনে একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সম্প্রতি নগরীর রেলস্টেশনে তথ্যকেন্দ্রটির উদ্বোধন হয়।

 

এ তথ্যকেন্দ্রে রবি’র পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সেবা সম্পর্কিত তথ্য পাওয়া যাবে বলে সোমবার (০৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।

তথ্যকেন্দ্রটি থেকে রবি’র গ্রাহকরা ইজি লোড, স্ক্র্যাচ কার্ড, ডাটা প্যাক ও ভয়েস বান্ডেল, সিম কার্ড কেনা, ভাস (ভিএএস) অ্যাক্টিভেশন ও ডিঅ্যাক্টিভেশন, নতুন ক্যাম্পেইনের প্রচারসহ অপারেটরটির নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

এ পদক্ষেপের মাধ্যমে রবি’র বর্তমান গ্রাহকরা উপকৃত হওয়ার পাশাপাশি নতুন গ্রাহক তৈরিতেও সহায়ক হবে বলে প্রত্যাশা রবি’র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর নাজির আহমেদ, চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার আশরাফ কবির।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।