ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভিষেক হচ্ছে বেসিসের চার বছর মেয়াদী নতুন কমিটির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
অভিষেক হচ্ছে বেসিসের চার বছর মেয়াদী নতুন কমিটির

ঢাকা: দেশের সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-২০১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেসিসের নির্বাচন গত ২৫ জুন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের প্যানেল জয় লাভ করে।

এই অভিষেকে বেসিসের আগের মেয়াদের প্রেসিডেন্ট শামীম আহসান মোস্তাফা জব্বারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেসিস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।