ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম বড় টরেন্ট সাইটটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম বড় টরেন্ট সাইটটি

আগাম কোন ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের অন্যতম বড় এবং জনপ্রিয় টরেন্ট সাইট “Torrentz.eu”। পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং টরেন্ট সাইটটি গত ১৩ বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

প্রতিদিন ১০ লক্ষেরও অধিক মানুষের ভিজিট করা সাইটটি তাই হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা হতাশ ইন্টারনেট প্রেমীরা।


বর্তমানে সাইটটি ভিজিট করলে হোমপেজটি আগের মতোই প্রদর্শিত হলেও কাজ করে না এর কোনো লিংক। অকেজো রয়েছে এর সার্চ অপশন। আর সার্চ অপশনের নিচে রয়েছে একটি বার্তা। সেই বার্তায় বলা হয়েছে, ‘টরেন্টজেড সব সময় আপনাদেরকে ভালোবাসবে, বিদায়।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে অভিযোগ রয়েছে টরেন্ট সাইটগুলোর মাধ্যমে প্রতিনিয়ত কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি তার মেধাস্বত্তের পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও এই সাইটগুলোতে শুধুমাত্র অবৈধ ফাইলেরই আদান-প্রদান হয় না, সেই সাথে বৈধ অনেক ফাইলেরও আদান-প্রদান হয়।

এর আগে আরেকটি জনপ্রিয় টরেন্ট সাইট ‘কিকএস টরেন্ট’চালানোর অভিযোগে গত ২১ জুলাই পোল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছিল ইউক্রেনীয় নাগরিক আর্থেম ভোঁলিনকে। তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘন, মানি লন্ডারিং এবং প্রতারণার মতো কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, এর পর থেকেই নিজেদেরকে বাঁচাতে হয়ত টরেন্ট সাইটগুলো বন্ধ করে দিচ্ছে এর পিছনের কর্তা-ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।