ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে শাওমির যাত্রা শুরু, সঙ্গে থাকছে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বাংলাদেশে শাওমির যাত্রা শুরু, সঙ্গে থাকছে গ্রামীণফোন

ঢাকা: শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) সঙ্গে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড শাওমি তার জাতীয় ডিস্ট্রিবিউটরের মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাজারে তিনটি স্মার্টফোন এনেছে।  

গ্রামীণফোনের কর্পোরেট অফিসে জিপির প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান এবং বাংলাদেশে শাওমির একক পরিবেশক প্রতিষ্ঠান সোলার ইলেক্ট্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ডি এম মজিবর রহমানের উপস্থিতিতে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর মাধ্যমে শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভ স্মার্টফোন তিনটি গ্রামীণফোনের মাধ্যমে বাজারজাত শুরু করলো বলে শনিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।

স্মার্টফোন তিনটিতে আছে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, উন্নত ক্যামেরা, সুবিশাল মেমোরি ধারণ ক্ষমতা, অসাধারণ ডিসপ্লে এবং নজরকাড়া ডিজাইন- যেগুলো সহজেই তরুণদের দৃষ্টি আকর্ষণ করবে।

১৬ হাজার ৯০০ টাকা, ২৬ হাজার ৪৯০ টাকা এবং ৩৭ হাজার ৯০০ টাকায় কেনা যাবে যথাক্রমে শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভ।

আন্তর্জাতিক সংস্করণের স্মার্টফোন তিনটিতে পাওয়া যাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।  

হাই-এন্ড স্মার্টফোনের বাজারে শাওমি’র এমআই ফাইভ চমৎকার একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিচারে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘আলোর মত গতিময়’। অভিজাত ডিজাইনের এমআই ফাইভে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, শক্তিশালী চিপসেট, মেটাল ইউনিবডি, উন্নত ক্যামেরা এবং অন্যান্য আকর্ষণীয় ফিচার। ডিভাইসটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে পাওয়ার ইফিসিয়েন্ট প্রযুক্তি যার মাধ্যমে স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৮৩ শতাংশ চার্জ করা যায়।

যাত্রা শুরু উপলক্ষ্যে ক্রেতারা এমআই ফাইভ ক্রয় করলে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি শাওমি পাওয়ার ব্যাংক উপহার হিসেবে পাবেন।

শাওমির তিনটি হ্যান্ডসেট ক্রয় করা যাবে ১২ মাসের ইমএমআই বা কিস্তি সুবিধার মাধ্যমে। সঙ্গে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় ইন্টারনেট ডাটা প্যাকেজ।

১১ থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত সময়সীমার মধ্যে গ্রামীণফোনের ওয়েবসাইটে গিয়ে আগ্রহী ক্রেতারা চাইলে অগ্রিম বুকিং দিতে পারবেন। একটি নির্দিষ্ট পরিমাণ ডাউনপেমেন্ট পরিশোধ করে বুকিং নিশ্চিত করতে হবে। আগামী ১৮ আগস্ট গ্রামীণফোনের নির্দিষ্ট সেন্টারে গিয়ে নিজেদের বুকিং দেয়া শাওমি ডিভাইস গ্রহণ করতে পারবেন ক্রেতারা।
এছাড়া ঘরে বসে ডিভাইস পেতে হলে গ্রামীণফোনের অনলাইন শপ ‘জিপিশপ’ থেকে অর্ডার করা যাবে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট মডেলের শাওমি ডিভাইসের পুরো দাম পরিশোধ করে বুকিং দিতে হবে।

বুকিং দিতে ক্রেতাদের (www.Grameenphone.com/shop/preorder) ওয়েবসাইটে যেতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।