ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ম্যাকবুক প্রো আপডেট নিয়ে আবারো গুজব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ম্যাকবুক প্রো আপডেট নিয়ে আবারো গুজব

খুব শীঘ্রই  ২০১৬ এডিশনের ম্যাকবুক  প্রো’র আনুষ্ঠানিক উন্মোচন হচ্ছে। তথ্যটি অ্যাপল সংশ্লিষ্ট সুত্র থেকে আসেনি, অনুমানিত তথ্য।


এ ধরনের উত্তেজনামূলক তথ্য প্রকাশ্যে আনার পাশাপাশি সুত্রগুলো বরাবরই অপেক্ষারতদের পরামর্শ দিয়ে থাকে। যেমন ম্যাকবুক প্রো কিনবে বলে পূর্বেই যারা মনস্থির করেছে তাদের আরো কিছু সময় অপেক্ষায় থাকতে বলা হয়েছে।

এর আগে একই সুত্র ম্যাকবুক কেনা থেকে ক্রেতারা সত্যিই কেন দুরে থাকবে তার ৫টি কারণ তুলে ধরে সতর্ক করে দিয়েছিল। তাই ঐ সময় যারা পণ্যটি কেনা থেকে বিরত ছিল তাদের জন্য অপেক্ষা করছে মনকাড়া নতুন ম্যাকবুক।

আসন্ন ম্যাকবুক প্রো’তে থাকছে রেটিনা ডিসপ্লে, টাচ আইডি সেন্সর এবং ওলেড মিনি স্ক্রিন।

অবশ্য এ ধরনের তথ্য এখন আর নতুন নয়, এই কয়দিন আগেই মার্ক গার্মেন ব্লুমবার্গ পোষ্টে এসব তথ্যই নিশ্চিত করে। পোষ্টে তিনি কোপার্টিনো টেক জায়ান্টের ১৩, ১৫ ইঞ্চির দুই সাইজের নতুন ল্যাপটপ উন্মোচনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

মার্ক আরও জানান, পুরো ৪ বছর ধরে ম্যাকবুক প্রো ল্যাপটপ বিভাগের পুরোটা দিক তন্ন তন্ন করে দেখছে কর্তুপক্ষ। সেজন্য হয়ত এটি অসাধারণ হবে। চিকন গড়নের ম্যাকবুক প্রো’র টাচ পর্দায় ফাঙ্কশন কিগুলো কাজ করবে।

এটি দেখতে ম্যাকবুক এয়ারের মতো হবেনা।  

বিশ্লেষকদের মতে, এতোদিনের আপডেটগুলো প্রত্যাশাজনক ছিলনা।

এখন পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে, মিডিয়া প্রফেশনাল এবং হার্ড রক গেমারদের জন্য আরো বেশি কার্যকর গ্রাফিক্স প্রসেসর যুক্ত হচ্ছে এতে।
এদিকে ব্লুমবার্গের পোষ্টে দাবি করা হয়েছে, নতুন ল্যাপটপটি অক্টোবরের কিছু যায়গায় প্রকাশ পাচ্ছে। তাই নতুন ম্যাকবুক প্রো’র  প্রতি অধীর আগ্রহ যাদের তাদের মনোযোগ এখন ঘড়ির কাঁটায়।

আর ঘটনাটি যদি সত্যিই ঘটে তাহলে অ্যাপলের অপেক্ষিত দুটি ডিভাইস একসঙ্গে মুক্তি পাচ্ছেনা। কারণ নতুন আইফোন প্রকাশ হতে পারে ৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।