ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউসি ব্রাউজার নিয়ে এলো বিডি এক্সপ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ইউসি ব্রাউজার নিয়ে এলো বিডি এক্সপ্রেস

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের পোর্টফোলিও প্রতিষ্ঠান ইউসি ওয়েব নিয়ে এসেছে ‘বিডি এক্সপ্রেস’। দেশের খ্যাতনামা নিউজ পোর্টালগুলোর সহযোগিতায় কাজ করবে এ ব্র্যান্ড।

বিডি এক্সপ্রেস একটি শক্তিশালী অ্যালগরিদম সম্পন্ন নিউজ এগ্রেগেটর যা, কন্টেন্ট সংগ্রহের চিরচারিত পথকে পরিবর্তন করে। বিগ ডাটা নিখুঁতভাবে নিউজ পুশিং এবং পাঠককে সঠিক সংবাদ দিতে সক্ষম। আর এভাবেই প্রত্যেক ব্যবহারকারীর দৈনন্দিন তথ্য গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে।  

ইউসি ব্রাউজারে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য বিডি এক্সপ্রেস সম্প্রতি উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডি এক্সপ্রেস দেশের ১ দশমিক ৬ মিলিয়ন ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে। বিডি এক্সপ্রেস রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল এবং লেটেস্ট ট্রেন্ডসহ বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করে। এটি একটি বিজ্ঞাপন মুক্ত সেবা যা ব্যবহারকারীকে দ্রুত স্ট্রিমিং ও ব্রাউজিং অভিজ্ঞতা দেবে।

বাংলাদেশে ইউসি ব্রাউজারের প্রোডাক্ট ম্যানেজার সিহাই ইও বলেন, ইউসি ব্রাউজারের বিগ ডাটা এবং অ্যালগরিদম প্রযুক্তির ভিত্তিতে বিডি এক্সপ্রেস ব্যবহারকারীর সুবিধার্থে কাস্টমাইজড সংবাদ পরিবেশন করে, যা অন্যান্য চিরাচরিত সংবাদ উৎস থেকে সম্পূর্ণ আলাদা।

পাশাপাশি, ইউসি ব্রাউজার পুশ নোটিফিকেশনের সহায়তায় ব্যবহারকারীরা তাৎক্ষণিক ব্রেকিং নিউজ পাবেন যা তাদের জন্য আগ্রহজনক। এর অর্থ হলো আমাদের ব্যবহারকারীদের কোনো স্প্যাম পেজ ফিল্টার করার দরকার নেই এবং তারা তাদের চাহিদামতো প্রাসঙ্গিক সংবাদগুলো তাৎক্ষণিকভাবে পাবেন।

ইউসিওয়েব-আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের বিজনেস ডিরেক্টর অব ইমারজিং মার্কেট, হাওয়ার্ড লিয়াং বলেন, অনন্য সব ফিচারকে ভিত্তি করে ইউসি ব্রাউজারের গ্রাহকের মোবাইল ব্রাউজিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশে বিডি এক্সপ্রেস চালু হওয়ার মাধ্যমে ইউসি ব্রাউজারকে কনটেন্টের টুল হিসেবে প্রস্তুত করতে আমাদের জন্য এটি একটি নতুন পদক্ষেপ। ইউসিওয়েব এবং আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কন্টেন্ট ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।