ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ৯৫ মিলিয়ন ডলার সহায়তা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ফেসবুকের ৯৫ মিলিয়ন ডলার সহায়তা

মানুষের কল্যাণে বা দারিদ্র সেবায় নিজেদের নিয়োজিত করলো জুকারবার্গ দম্পত্তি। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৯৫ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছে প্রতিষ্ঠানটির সিইও মার্ক জুকারবার্গ।

গত বছর জুকারবার্গ ও তার স্ত্রী সামাজিক উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে প্রতিশ্রতিবদ্ধ হন। প্রাথমিক এই কার্যকলাপের মধ্য দিয়ে সেই ওয়াদা পরুণ করল তারা।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকারী সংস্থার  নথির তথ্য দিয়ে শনিবার ফরবেস জানায়, চ্যান জুকারবার্গ ফাউন্ডেশন এবং সিজেডআই হোল্ডিং এলএলসি’তে ফেসবুকের শেয়ার বিক্রির ৯৫ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। সমস্ত খরচা বাদ দিয়ে এই অর্থের আসল আনুমানিক ৮৫ মিলিয়ন ডলারের বেশী।

ধারণা করা হচ্ছে, জুকারবার্গ দম্পত্তির এই পরিকল্পনায় ২০১৮ সাল পর্যন্ত তহবিলের ১ বিলিয়নের বেশি ব্যয় হবেনা। বর্তমানে তাদের সম্পদের পরিমান ৫৩.৩ বিলিয়ন ডলার।

অন্যান্য তথ্য মতে, গত বছরের ডিসেম্বরে জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চেন ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ প্রদানের সিদ্ধান্ত নেন। যার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে লুকায়িত সম্ভাবনাগুলোকে বিকশিত করার পাশাপাশি শিশুদের জন্য সমভাবে কাজে লাগানো ।

চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভটি তাদের প্রথম কন্যা সন্তান ম্যাক্সিমা চান জুকারবার্গকে অভ্যর্থনাস্বরুপ ঘোষণা করেন। এ সময় তারা জানান “শিক্ষা, চিকিৎসা সেবা, মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং শক্তিশালী একটি সম্প্রদায় গড়ে তোলার লক্ষে” নতুন এই ফাউন্ডেশন।

এ বিষয়ে ফেসবুকে মেয়েকে নিয়ে ২২০০ শব্দের চিঠিও পোষ্ট দেন জুকারবার্গ দম্পত্তি। যেখানে লেখা হয়েছে তুমি যদি চ্যান জুকারবার্গ পরিবারের পরবর্তী প্রজন্মের হও, তবে চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভে সারা পৃথিবীর পরবর্তী প্রজেন্মর শিশুদের এখানে যুক্ত করতে শুরু করবো।

এছাড়াও লিখেছেন, আমাদের জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দেবো পরিকল্পনাটির উন্নয়ন ঘটাতে। আমরা জানি সমস্ত সম্পদের সাথে তুলনা করলে এটা সামান্য সহয়তা। তারপরও আমাদের চিন্তা যেটা করতে পারবো তা নিয়ে।

বর্তমানে সোশ্যাল জায়ান্টের প্রতিমাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১.৭১ বিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।