ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন নম্বর সিরিজ ‘০১৩’ অনুমোদন পেলো গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
নতুন নম্বর সিরিজ ‘০১৩’ অনুমোদন পেলো গ্রামীণফোন

ঢাকা: শর্ত সাপেক্ষে গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ‘০১৩’ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

এর ফলে গ্রাহকরা গ্রামীণফোনের ০১৭’র পাশাপাশি ‘০১৩’ সিরিজ ব্যবহার করতে পারবেন।

রোববার (২১ আগস্ট) বিটিআরসি’র কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বিটিআরসি চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, কমিশন সভায় কিছু শর্ত সাপেক্ষে গ্রামীণফোনকে নতুন নম্বর সিরিজ ‘০১৩’ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে শর্তগুলো বিস্তারিত জানাননি তিনি।

এ ব্যাপারে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, বিটিআরসি’র অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করছি। নতুন সিরিজ পেলে কিছু কারিগরি কাজ শেষে চালু করা হবে। এতে কিছু সময় প্রয়োজন হবে।

‘০১৭’ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় গত বছর নতুন সিরিজের জন্য বিটিআরসিতে আবেদন করেছিলো গ্রামীণফোন।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী, দেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোনের ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে।

বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে। একেকটি সিরিজ দিয়ে ১১ অঙ্কবিশিষ্ট ১০ কোটি নম্বর অপারেটররা ব্যবহার করতে পারে।

বিটিআরসির সর্বশেষ জুন মাসের তথ্যানুযায়ী, ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৯ লাখ ৯ হাজার।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬/আপডেট: ১৯১৭ ঘণ্টা.
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।