ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ৭৩টি আইএসপি-কে নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ৭৩টি আইএসপি-কে নোটিশ

ঢাকা: লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করায় ৭৩টি আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফেকে নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (২৪ আগস্ট) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রাহক স্বার্থ বিবেচনায় ৭৩টি সংস্থা/প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে তাদের অনুকূলে ইস্যুকৃত আইএসপি ইনক্ল‍ুডিং সাইবার ক্যাফে লাইসেন্স নবায়নের জন্য আবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানসমূহের মধ্যে কোনো সংস্থা/প্রতিষ্ঠান যদি তাদের লাইসেন্স নবায়নে আগ্রহী না হয় সেক্ষেত্রেও কমিশনকে অবহিত করতে অনুরোধ জানানো হলো।

বর্ণিত সময়সীমার মধ্যে আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স নবায়নের জন্য আবেদন দাখিল না করা হলে পরবর্তীতে ওই সকল সংস্থা/প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স নবায়নের কার্যক্রম আর গ্রহণ করা হবে না এবং উক্ত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। ’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন হতে লাইসেন্সিং প্রবিধানমালা অনুযায়ী ওপেন লাইসেন্সিং পদ্ধতিতে সরকারের পূর্বানুমোদনক্রমে আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স প্রদান করা হয়। আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্সের শর্তানুযায়ী, প্রতি পাঁচ বছর অন্তর অন্তর লাইসেন্স নবায়নের বিধান রয়েছে।

বর্ণিত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্সধারী সংস্থা/প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ায় সংস্থা/প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইস্যুকৃত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্সের কোনো বৈধতা নেই।

সুতরাং ওই লাইসেন্সসমূহের অধীনে সকল কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআইএইচ/এইচএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।