ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেইলফিশ, মার্লিন থেকে বাদ যাচ্ছে নেক্সাস!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সেইলফিশ, মার্লিন থেকে বাদ যাচ্ছে নেক্সাস!

গুগলের আসন্ন দুটি স্মার্টফোনের কোড নাম ‘সেইলফিশ আর মার্লিন’। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি এ দুটি হ্যান্ডসেট প্রস্ত্ততের দায়িত্ব পেয়েছে।

কাজের অগ্রগতি কতোদুর তা প্রকাশ না হলেও সেপ্টেম্বর, অক্টোবরের যে কোনো সময়ে এর আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।

কিন্তু সার্চ জায়ান্ট বরাবর যে ব্র্যান্ড নামে পণ্য ছাড়ছে বাজারে, তা হয়ত থাকছেনা নতুন ফোনে। অর্থাৎ নেক্সাস ব্র্যান্ড নামে আসছেনা এগুলো।

অবশ্য এগুলোতে অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ ৭.০ নাগেট থাকবে।  

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের রিপোর্টে আরো বলা হয়, “তবে  নেক্সাস এর পরিবর্তে কি নাম ব্যবহার হতে পারে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমাদের কাছে”। তবে যেটাইহোক কিছু না কিছু থাকছেই।

আগের এক রিপোর্টে মার্লিন ও সেলফিস’এ নেভিগেশন বার স্থাপন এবং পুনরায় ডিজাইনকৃত নেভিগেশন বারে গুগলের লোগোর অনুরুপ নতুন মাল্টি-কালারের একটি হোম বাটন থাকছে বলে জানানো হয়।  

বর্তমানে প্রকাশিত তথ্য মতে, খুব শীঘ্রই গুগল তাদের নিজস্ব প্রিমিয়াম সারির এই স্মার্টফোন  ভারত সহ আরো কয়েকটি দেশে মুক্তি দেবে। যদিও নতুন ডিভাইস দুটির বিস্তারিত এখনও প্রকাশ করেনি গুগল।  

ধারণা করা হচ্ছে, অ্যাপলের আইফোন ও স্যামসাং গ্যালাক্সির সেরা মডেল গুলোর সাথে এগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া

ডিভাইস দুটির রিংটোন ও নোটিফিকেশন এর সাউন্ড ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে।

তথ্য মতে, ফ্ল্যাগশিপ মার্লিনে ৫.৫ ইঞ্চির বড় আকারের কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকেছ। উন্নত মানের এ ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেটের ৪ জিবি ৠামে চলবে। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬

এমএলএ/এমএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।