ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাইন গাছের আদলে ইডটকোর টাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
পাইন গাছের আদলে ইডটকোর টাওয়ার

ঢাকা: ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো বাংলাদেশ) সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে তাদের দ্বিতীয় ক্যামোফ্ল্যাজ টাওয়ার স্থাপন করেছে। ৩০ মিটার উচ্চতা-বিশিষ্ট উদ্ভাবনী এই টাওয়ারটি পাইন গাছের আদলে তৈরি করা।

টাওয়ারটি থেকে তিনটি মোবাইল ফোন অপারেটর তাদের নেটওয়ার্ক পরিচালনা করতে পারবে বলে বুধবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জান‍ানো হয়।

এর আগে ইডটকো তাদের প্রথম ক্যামোফ্ল্যাজ টাওয়ার অবকাঠামো নির্মাণ করে বন্দরনগরী চট্টগ্রামের বোট ক্লাব ভবনের ছাদে।

নান্দনিক মোবাইল ফোন টাওয়ার প্রতিষ্ঠায় ইডটকো বাংলাদেশের পাইন গাছের আদলে নির্মিত টাওয়ারটি এক্ষেত্রে একটি মাইলফলক।

ইডটকো বাংলাদেশ’র ম্যানেজিং ডিরেক্টর ড্যারিল সিনাপ্পা বলেন, বাংলাদেশে উদ্ভাবনী টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনে আমাদের অব্যাহত প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পাইন ট্রি ক্যামোফ্ল্যাজ টাওয়ারটি। অবকাঠামোটি নগরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং যেসব স্থানে সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেসব স্থানে এ ধরনের টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছি আমরা।

ইডটকো বাংলাদেশ নগরের পরিবেশ ও নান্দনিকতার বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে দেশ জুড়ে ডিজিটাল উন্নয়নের কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।