ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মূলধন বাড়াতে শেয়ার বেচলো স্যামসাং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মূলধন বাড়াতে শেয়ার বেচলো স্যামসাং

স্যামসাং নোট ৭ বিপর্যয়ের পর বেশ খারাপ সময় পার করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ওই ঘটনার পর হঠাৎ করে শেয়ার বাজারে দরপতন ঘটতে শুরু করে তাদের শেয়ারের।

ঠিক এমন পরিস্থিতিতে স্যামসাং তাদের মূল প্রতিষ্ঠানের মুলধন বাড়াতে বিক্রি করে দিল বেশ কিছু শেয়ার।

শেয়ারগুলো কবে নাগাদ বিক্রি করা হয়েছে তা না জানালেও, বিক্রির বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছে স্যামসাং এর একজন মুখপাত্র।

তিনি জানিয়েছেন, বিক্রিত শেয়ারের বিপরীতে স্যামসাং এর প্রায় ১ ট্রিলিয়ন ডলারের অধিক অর্থ অর্জিত হবে। মোট ৪টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে শেয়ারগুলো। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এএসএমএল হোল্ডিংস এনভি, সিগেট টেকনোলজি পিএলসি, শার্প কর্পোরেশন, ৠামবাস ইনকর্পোরেটেড।

এ সংক্রান্ত আরও খবর
** ‘আপদ’ স্যামসাং নোট ৭ ফেরত দেওয়ার ধুম
** গ্যালাক্সি নোট ৭ বিপর্যয়ে দিশেহারা স্যামসাং
***স্যামসাং নোট ৭ বিপর্যয়, ৯২ বিস্ফোরণে দগ্ধ ২৫
** নোট ৭ বিপর্যয়, নতুন স্মার্টফোন বা অর্থফেরত পাচ্ছেন গ্রাহকরা
** স্যামসাং নোট ৭ বিপর্যয়, ১০ লাখ ফোন সরাচ্ছে যুক্তরাষ্ট্র
** নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং

বিক্রিত শেয়ারের অর্ধেকই কিনে নিয়েছে এএসএমএল হোল্ডিংস এনভি নামের প্রতিষ্ঠানটি। বাকী শেয়ারগুলোর মধ্যে সিগেট ৪.২ শতাংশ, শার্প কর্পোরেশন ০.৭ শতাংশ এবং ৠামবাস কিনে নিয়েছে ৪.৫ শতাংশ শেয়ার। তবে অর্থ মূল্যের বিপরীতে কোন প্রতিষ্ঠানের কাছে কত টাকার শেয়ার বিক্রি করা হয়েছে সে বিষয়ে পুরোটা জানানো হয়নি।

এদিকে রয়টার্স একটি টার্ম শিটের বরাত দিয়ে জানিয়েছে, এএসএমএল যে শেয়ার কিনেছে তার অর্থ মুল্য ৬৭৫.৯৯ মিলিয়ন ডলার। বাকী ৩ প্রতিষ্ঠানের কাছে বিক্রিত শেয়ারের যৌথ অর্থ মূল্য হচ্ছে ৪৫৬.৪ মিলিয়ন ডলার। আর এই হিসাব করা হয়েছে গত শুক্রবার পর্যন্ত স্যামসাং এর শেয়ার লেনদেনের চলমান মূল্যকে বিবেচনায় নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।