ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘রবি গেম হাব’- এ সব গেমিং সার্ভিস 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
‘রবি গেম হাব’- এ সব গেমিং সার্ভিস 

ঢাকা: ‘রবি গেম হাব’ নামে একটি ওয়াপ গেমিং পোর্টালের আওতায় গেমের বিশাল সম্ভার আনলো রবি। পোর্টালটি থেকে রবি গ্রাহকরা পছন্দের গেম সার্ভিসটি গ্রহণ করতে পারবেন।

এতে রয়েছে ফ্রিমিয়াম গেমস, প্রিমিয়াম গেমস, অনলাইন গেমস, অফলাইন গেমস, ইন-অ্যাপ পারচেজ গেমস, ট্রাই অ্যান্ড বাইসহ আরো অনেক গেমস।  

গ্রাহকদের হাতে বিভিন্ন ক্যাটাগরির ও মূল্যের গেম পৌঁছে দিতে প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় স্থানীয় ও আন্তর্জাতিক গেমিং পার্টনাররা।  

www.robigamehub.com সাইটটি ভিজিট ও পছন্দের গেমিং সার্ভিসটি গ্রহণ করতে গ্রাহকদের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গ্রাহক কোন ডাটা প্যাকেজ ও সার্ভিস গ্রহণ করবেন তার ওপর নির্ভর করবে ডাটা চার্জ ও সার্ভিস ফি।  

রবি গেম হাবে অপেরা অ্যাপস অ্যান্ড গেম ক্লাব, গেমলফট গেম ক্লাব, ইএ গেমস ক্লাব, নাজারা গেমস ক্লাব, ওয়াও গেমস, গেম অর্কেড, গেম জোন, রবি প্লে ও ইগেমারস-এর গেমগুলো পাওয়া যাবে।    

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।