ইন্টারনেট সৃষ্টির ২০ বছর পেরিয়ে গেছে। এ মুহূর্তে বিশ্বব্যাপী ১ হাজার ৯৬৮ কোটি ওয়েব পৃষ্ঠা বিদ্যমান।
বিশ্বব্যাপী উন্মুক্ত তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে এ প্রকল্প নিয়ে ভাবতে শুরু করেন বিজ্ঞানী টিম বার্নাস লি। একদল গবেষক তাদের জ্ঞানতথ্য বিনিময়ে এ প্রকল্পের গুরুত্ব অনুভব করেন।
এ উদ্দেশ্য থেকেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) বিশ্বের সূচনা। উল্লেখ্য, (http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html) এ ঠিকানায় বিশ্বের প্রথম ওয়েব পৃষ্ঠার শুভারম্ভ হয়। এ ওয়েব পৃষ্ঠা সংখ্যা এখন প্রায় ২ হাজার কোটির কাছাকাছি।
লন্ডনে জন্ম নেওয়া বিজ্ঞানী টিম বার্নাস লি ইউরোপের জেনেভায় অবস্থিত অর্গেনাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) গবেষণারত অবস্থায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাস্তবায়নে কাজ শুরু করেন।
১৯৮৯ সালে প্রথম তিনি নিউজগ্রুপ তৈরি উদ্দেশ্য (alt.hypertext) এ লিঙ্ক তৈরির কাজে হাত দেন। এ প্রকল্পের মূখ্য উদ্দেশ্য ছিল বিশ্বের সবখানেই অবাধ তথ্যপ্রবাহ।
ইন্টারনেট বিশ্বের ২০ বছর পূর্তি উপলক্ষে টিম বার্নাস জানান, ইন্টারনেটে এ অবাধ তথ্য দুনিয়াকে আরও সুপ্রসারিত করতে নতুন মাত্রার সব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ অর্থে আগামীর ইন্টারনেট বিশ্ব হবে আরও সুসজ্জিত ও সংগঠিত।
এ মুহূর্তে বিশ্বের অনলাইন পরিমণ্ডলে যে পরিমাণ ওয়েব পৃষ্ঠা বিদ্যমান তা পুরো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তিনগুণ। এ সংখ্যাতত্ত্ব বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল, ইউটিউব এবং ফেসবুক সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে বলে বিশ্লেষকেরা অভিমত দিয়েছেন।
বাংলাদেশ সময় ১৮০৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১