বিশ্বজুড়ে বাড়ছে মোবাইল ফোন। সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে এসব মোবাইল ফোন চার্জের জন্য বিদ্যুতের চাহিদাও।
এ সমস্যা চিরতরে নিরসনে বিদ্যুৎহীন চার্জ পদ্ধতি নিয়ে কাজ করছে নকিয়া। লন্ডনের খ্যাতনামা ডিজিটাল পণ্য নির্মাণ কৌশলী প্যাট্রিক হাইল্যান্ড নকিয়ার জন্য ডিজাইন করেছে বিদ্যুৎহীন এ অটোচার্জ সিস্টেম।
এটি থারমোজেনারেটর রূপান্তরিত পদ্ধতিতে কাজ করবে। এল ফলে মানুষের শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা শক্তিতে রূপান্তরিত হয়ে মোবাইল ফোনের চার্জ সরবরাহ করবে। ফলে মোবাইল ফোনে চার্জের জন্য বিদ্যুতের ওপর চাপ কমবে।
এ বিশেষ মোবাইল ফোনের কোডনেম হচ্ছে ই-সিইউ। এখানে ই অর্থ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। আর সিইউ অর্থ কপার। অর্থ তামা। এ প্রযুক্তি মূল ধারণা হচ্ছে তামাবাহিত পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কৌশল।
এ মুহূর্তে দূর্বল শক্তির মোবাইল ফোনগুলো ৫১ হাজার টন গ্রিনহাউজ গ্যাস তৈরির অতিপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় করছে। ফলে বিশ্বের প্রতিটি দেশে এসব মোবাইল ফোন পুনশক্তি সঞ্চয়ে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
নকিয়া ‘ই-সিইউ’ মডেলের স্মার্টফোন নিজে থেকেই নিজের চার্জের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এ মডেল ব্যবহারকারী যখন নিজের পকেটে বা হাতে মোবাইল ফোন বহন করবে তখন সে নিজেই শরীরের তাপশক্তি থেকে চার্জশক্তি গ্রহণ করবে।
এর ফলে মোবাইল ফোনে প্রতিদিন চার্জের বাড়তি ঝামেলা থেকে ব্যবহারকারীরা একেবারে রেহাই পাবেন। অন্যদিকে এ পদ্ধতির প্রচলনে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। যা গ্রিনহাউজের গ্যাস উৎপাদনে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে।
এ ধরনের কৌশল অবলম্বনে একদিকে যেমন পরিবেশবান্ধব আবহ সৃষ্টি হবে। অন্যদিকে ঠিক তেমনি গ্রিনহাউজ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
বাংলাদেশ সময় ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১