ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনে চার্জ, গান একসাথে

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
আইফোনে চার্জ, গান একসাথে

আইফোন ৭, ৭ প্লাসে হেডফোন জ্যাক’র অভাবে গ্রাহকরাই যে শুধু কাতর আসলে তা নয়, বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানেরও মাথাব্যাথা রয়েছে। যেটার প্রমাণ দিল প্রযুক্তিপণ্যের কয়েকটি উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান।

অ্যাপল আইফোনের হেডফোন জ্যাক’কে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্ভাবনমূলক এবং কার্যকর তিনটি অ্যাডাপ্টার তৈরি করেছে তারা। আর তাতে ফিরিয়ে আনা হয়েছে পূর্বের সুবিধা। তাই আইফোনের নতুন মডেল ব্যবহারকারীরা শুধু গানই উপভোগ করতে পারবে তা নয় ঐ মুহূর্তে ফোনটি চার্জেও দিতে পারবে।

আইফোনের নতুন দুই মডেলের জন্য উপযুক্ত ও সবচেয়ে উন্নত তিনটি অ্যাডাপ্টার হলো ‘আইএলডক, অডিও চার্জ হেডফোন জ্যাক অ্যাডাপ্টর ক্যাবল এবং ফুজি কেস।
নতুন আইফোনের মালিকদের সুখবর জানাতে প্রতিষ্ঠানগুলোর পক্ষে বলা হয়েছে, বরাবরই এ পণ্যগুলোর জন্য নতুন নতুন ওয়্যারলেস এয়ারপড থাকে কিন্তু এবারের গল্পটি ব্যতিক্রম।

হেডফোন জ্যাক’র কষ্ট লাঘব করতে চমৎকার সমাধান এনেছি। যার মাধ্যমে চার্জ দেয়ার সময় পছন্দের এয়ারপডটিও সংযুক্ত করা যাবে।

আইএলডক: লস অ্যাঞ্জেলেসের আইএলডকগিয়ার’র ছোট আকৃতির ডঙ্গলের নাম এটি। তিনটির মধ্যে সর্বনিম্ন মূল্য আইএলডক’র। এ মুহূর্তে প্রতিষ্ঠানের কিকর্স্টাটার ক্যাম্পেইন থেকে মাত্র ১০ ডলারে প্রিার্ডার দেয়া যাচ্ছে, তবে হুট করে ২০ ডলার পর্যন্ত উঠতে পারে এর দাম।
নভেম্বরে পণ্যটির চালান শুরুর প্রত্যাশা রয়েছে। মজার ব্যাপার হলো আইফোন ৭ এর রঙের সাথে মিল রেখে এটি গোল্ড, সিল্ভার, রোজ গোল্ড এবং গ্রে রঙে আসছে।

এফস্টপ ল্যাবের অডিও চার্জ হেডফোন জ্যাক অ্যাডাপ্টর ক্যাবল: ২৫.৯৯ ডলারের ছোট আকারের এই ক্যাবলে ডিভাইসে হেডফোন জ্যাক, লাইটেনিং পোর্ট দুটোই রয়েছে। অ্যামাজনে চলছে প্রিঅর্ডার এবং ১৩ অক্টোবর থেকে সরবরাহ শুরু হচ্ছে।

সবশেষে রয়েছে ফুজি কেস: আইফোন ব্যবহারকারীদের বিদ্যমান সমস্যা দুর করা ছাড়াও সম্ভাব্য আরেকটি সমস্যার মুক্তি মিলবে এর মাধ্যমে। তা হলো অসুবিধাজনক ডঙ্গলস আর ওয্যার, তবে এর প্রকৃত আকার সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। এছাড়াও এতে নিরাপত্তা সুবিধা সহ চালানোর জন্য বাড়তি কিছু এনার্জি থাকছে।


আইফোন ৭ এর জন্য বক্সটিতে ২৪০০০ এমএএইচ এবং ৭ প্লাসের জন্য থাকছে ৩৬০০ এমএএইচ সেল।
৬৯ ডলারে ফুজি কেসে’রও প্রিঅর্ডার চলছে। আর ২৩ ডিসেম্বরের মধ্যে সরবরাহকারীদের কাছে পণ্যটি পৌছে দেয়ার প্রত্যাশা করছে ফুজি কেসের নির্মাতা।

বলা হচ্ছে, এমন ধরনের ডিভাইসের প্রয়োজন ছিল শুরু থেকে যা একসঙ্গে দুই কাজ সারতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।