ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়াওবক্সের লাইফস্টাইল সুবিধা নিচ্ছেন ৫০ লাখ মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ওয়াওবক্সের লাইফস্টাইল সুবিধা নিচ্ছেন ৫০ লাখ মানুষ

ঢাকা: দেশের এক নম্বর লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ওয়াওবক্স ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। আর এর মাধ্যমে দেশের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ডিজিটাল অ্যাপ্লিকেশন এখন গ্রামীণফোনের ওয়াওবক্স।


 
২০১৫ সালের মে মাসে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর অভিনব সব ফিচার, সমসাময়িক বিষয়বস্তু, আকর্ষণীয় ও চমকপ্রদ সব অফারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে ওয়াওবক্স। ৫০ লাখ গ্রাহক অ্যাপটিকে দেশের সবচেয়ে ব্যবহৃত লাইফস্টাইল অ্যাপ্লিকেশনে পরিণত করেছেন। প্রতি সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষ নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন।
 
ওয়াওবক্স এর গ্রাহকদের জন্য অভিনব ও আকর্ষণীয়ভাবে লাইফস্টাইলের সব উপকরণ নিয়ে এসেছে গ্রামীণফোন।
 
বুধবার (০৫ অক্টোবর) অপারেটরটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ব্যবহারকারীরা সাম্প্রতিক খবর, খেলা, স্বাস্থ্যটিপস, জোকস, মজার সব গেমস, বিনামূল্যে নতুন সব গান, হোটেল ও রেস্টুরেন্টে ছাড়ের খবর এবং গ্রামীণফোনের পণ্য ও সেবার হালনাগাদ সব খবর পাবেন।
 
অ্যাপটির জিরো-রেটেড প্ল্যাটফর্মের কারণে ওয়াওবক্স ব্যবহারে গ্রাহকের কোনো ইন্টারনেট ডাটা খরচ হবে না।  এছাড়াও ওয়াওবক্সে বিনামূল্যে সাপ্তাহিক ২০ মেগাবাইট ফ্রি ডাটা থেকে শুরু করে বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে ছাড়সহ আকর্ষণীয় অফারের সব খবর পাওয়া যাবে।
 
গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, ‘যাত্রা শুরুর পর মাত্র দেড় বছরে ওয়াওবক্সের এমন জনপ্রিয়তাই বলে দেয় বাংলাদেশে ডিজিটাল সেবার ভবিষ্যৎ। স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্ভাবকদের সহায়তায় নতুন ও উদ্ভাবনী সব ডিজিটাল সেবা নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনধারা ডিজিটাল করে ফেলার লক্ষ্য রয়েছে গ্রামীণফোনের।
 
‘গ্রাহকদের ডিজিটাল জীবনে তাদের পছন্দের সঙ্গী হওয়ার আমাদের যে লক্ষ্য রয়েছে, ওয়াওবক্স আমাদের সে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে। আমরা ডিজিটালকরণের মাধ্যমে গ্রাহকদের জীবন সহজ করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ’
 
সৃজনশীল যোগাযোগ, সমৃদ্ধ কনটেন্ট এবং আকর্ষণীয় সব অফারের মাধ্যমে গ্রাহককে সবসময় চমকিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও অনেক বেশি নতুন ফিচার এ অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।