ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ড’র সময় বাড়লো ২ ঘণ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ডিজিটাল ওয়ার্ল্ড’র সময় বাড়লো ২ ঘণ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দর্শনার্থীদের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে শেষ হতে যাওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’র সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টার পরিবর্তে ১০টায় ডিজিটাল ওয়ার্ল্ড শেষ হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনেভনশন সিটি বসুন্ধরায় (আইসিসি,বি) তিন দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সেশনে সভা-সেমিনার অনুষ্ঠিত হয়।

আইসিসি,বিতে গত ১৯ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ চলছে।

আইসিটি বিভাগ আয়োজিত মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

** আইসিটিতে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে
** গন্তব্য আইসিসি,বি-শেষদিনের ডিজিটাল ওয়ার্ল্ড
**
কোনো হুমকিকেই চ্যালেঞ্জ মনে করছি না

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।