ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় অনুষ্ঠিত হলো ‘আসুস নর্থ চ্যাম্প’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বগুড়ায় অনুষ্ঠিত হলো ‘আসুস নর্থ চ্যাম্প’

ঢাকা: বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে ‘মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট’, বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘আসুস নর্থ চ্যাম্প’।  

গত ২০ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী ওই ক্যাম্পে অংশগ্রহণ করেন আসুসের উত্তরবঙ্গের পার্টনাররা।

আয়োজনে ছিল প্রোডাক্ট ট্রেনিং সেশন, বেসিক সেলস ট্রেনিং, গেমিং প্রতিযোগিতা, সুইমিং রিফ্রেশমেন্ট, ট্রেজার হান্ট কনটেস্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আসুস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিস্টেম ডিভিশনের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো. আল ফুয়াদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে আসুসের আঞ্চলিক পার্টনার সম্মেলন আমাদের পার্টনারদের আসুস নোটবুক ব্যবসায় আরো উদ্বুদ্ধ করবে।  

উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জিএম সমীর কুমার দাশ ও কামরুজ্জামান। এছাড়াও গ্লোবাল ব্র্যান্ডের এজিএম শফিকুল আলম সোহান, ব্র্যান্ড ম্যানেজার সেলিম আহম্মেদ বাদলসহ আসুস এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের পার্টনারদের একত্রিত করে আসুসের প্রচলিত নতুন মডেলের নোটবুকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।  

অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গের আসুস নোটবুক পার্টনারদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।