ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শার্পের নতুন ফটোকপিয়ার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
শার্পের নতুন ফটোকপিয়ার

বিখ্যাত জাপানিজ ফটোকপি ব্র্যান্ড শার্পের নতুন মডেলের ‘এআর-৬০২৩এন’  ডিজিটাল ফটোকপিয়ার মেশিন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। পণ্যটি এনেছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

‘এআর-৬০২৩এন’  মডেলের বিশেষ সুবিধা এটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে পারে।   ৩২০ মেগাবাইট ৠামের এই ডিজিটাল ফটোকপিয়ার ৩৫০ শিট পেপার ধারণে সক্ষম।

কপি ও প্রিন্ট রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই  এবং ২৫ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুমিং রেঞ্জ পাওয়া যাবে এতে।  
লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোডে পরিচালিত ডিজিটাল ফটোকপিয়ারটিতে প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং এর খরচ মাত্র ৪০ পয়সা।

এক বছর ওয়ারেন্টিসহ শার্পের এই ফটোকপিয়ারের নির্ধারিত মূল্য ৯৫,০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।