ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ঠাকুরগাঁওয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁওয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ক্যাম্পে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক মো. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি ইনচার্জ মো. দুলাল উদ্দীন, এটুআই প্রোগ্রাম-এর পিপলস্ পারসপেকটিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টীম লিডার সামি আহমেদ, এলআইসিটি প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, ওমেন ইন ডিজিটাল-এর ফাইন্ডার আখিয়া নিলা, ইএন্ডওয়াই প্রতিনিধি সুরাইয়া নারায়ণ।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। সে লক্ষ্যে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, সরকার ২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা সাত লাখ থেকে ২০ লাখে উন্নীত করতে চায়। এজন্য হাতে নেওয়া হয়েছে নানা কার্যক্রম। আইটি শিল্পের চাহিদা অনুযায়ী এলআইসিটি প্রকল্পের মাধ্যমে আইটিতে বিশ্বমানের প্রশিক্ষণে ৪৫ হাজার দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরির প্রশিক্ষণ চলমান রয়েছে। বিসিসিতে অব্যাহতভাবে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলেজের শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তরা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখতে হলে শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে একটি করে স্মার্ট মোবাইল ফোন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।