ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলায় রেভারির নতুন মোবাইল গেম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বাংলায় রেভারির নতুন মোবাইল গেম

এবার বাংলা বর্ণমালায় ‘জয়ী’ নামে নতুন মোবাইল গেম অবমুক্ত করেছে বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডে ‘জয়ী’র উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

‘জয়ী’ মোবাইল গেমের সাফল্য কামনা করে তিনি বলেন, বাংলা বর্ণমালা নিয়ে রেভারি ল্যাব মিমোসার এই মোবাইল গেম বিশ্বের বাংলা ভাষাভাষির মানুষের কাছে গুরুত্ব পাবে। একইসঙ্গে গেম খেলার মাধ্যমে বাংলা বর্ণমালা নিয়ে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বাঙালিরা চর্চা করার সুযোগ পাবেন।

 বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তাফা জব্বারও রেভারি ল্যাব মিমোসা’র এই গেমের সাফল্য কামনা করেন এবং গেমের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষা ছড়িয়ে দেয়ার উদ্যোগকে প্রশংসা করেন।

‘জয়ী’ উদ্বোধনীতে আরো অংশ নেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)-এর সভাপতি রাজিব আহমেদ, এফবিসিসিআই পরিচালক ও বেসিস`র সাবেক সভাপতি শামীম আহসান, রেভারি ল্যাব মিমোসার ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রাসেল টি আহমেদ, প্লাস ওয়ান সার্ভিসের কো ফাউন্ডর রুবাবা দৌলা, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)-এর সভাপতি রাজিব আহমেদ, প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান প্রমুখ।

মূলত মোবাইল গেম নিয়ে কাজ করে বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।