ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পেছনে দুই ক্যামেরার এক্সজন ৭ ম্যাক্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
পেছনে দুই ক্যামেরার এক্সজন ৭ ম্যাক্স

ডুয়্যাল রিয়ার ক্যামেরা যোগে জেডটিই নিয়ে এসেছে এক্সজন ৭ ম্যাক্স। ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোন ব্যবহারকারীদেরকে থ্রিডি প্রযুক্তিতে ছবি দেখার অভিজ্ঞতা দেবে।

এর প্রধান বৈশিষ্ট্য ৪ জিবি ৠাম, স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি।

এ বিষয়ে খবরে জানানো হয়েছে, এক্সজন ৭ ম্যাক্স নামের এই ফ্যাবলেটি নিয়ে আগে বহু গুজব বের হয়েছে। আর সেই গুজব খবর অবশেষে বাস্তব করল চীনের সুপ্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটি। প্রতিষ্ঠানটির পণ্যের তালিকায় যুক্ত নতুন মিড রেঞ্জের ফ্যাবলেড বর্তমানে চীনে অবমুক্ত করা হয়েছে।

ক্যামেরার কথা বললে ফ্যাবলেটটির পেছনের দিকে স্থাপন করা হয়েছে দুইটি ক্যামেরা, প্রতিটি সেন্সর ১৩ মেগাপিক্সেলের। আর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেল সেন্সর।
কিন্তু পণ্যটির নকশা যেন স্বরণ করিয়ে দিচ্ছে হুয়াইয়ের আসন্ন মেট ৯ স্মার্টফোনের কথা।

কারণ সম্প্রতি এর বেশ কিছু ছবি ফাঁস হতে দেখো গেছে যা থেকে এর মিল পাওয়া যচ্ছে।

বড় আকৃতির এই স্মার্টফোন এছাড়াও কাজ করবে ডুয়্যাল হাইফাই একে৪৯৬২ অডিও চিপ, ৪১০০ এমএএইচ ব্যাটারি এবং কুইক চার্জ ২.০ ভার্সনে।
চীনের বাজারে এর মূল্য নির্ধারণ হয়েছে ২৯৯৯ ইউয়ান। এছাড়া নতুন এই ফ্যাবলেটে ৩৬০ ইউয়ান মূল্যের থ্রিডি কনটেন্ট থাকছে ফ্রি।

এরইমধ্যে এর প্রি অর্ডার আরম্ভ হয়েছে এবং আগামী ২ নভেম্বর থেকে এর চালান শুরু হবে।

অবশ্য, তথ্য সুত্র দাতারা বর্তমানে পণ্যটি চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে থাকার কথা বললেও অন্যান্য বাজার সম্পর্কে তেমন কোন তথ্য প্রকাশ করেনি।
তবে ভারতের বাজারে এক্সজন ৭ ম্যাক্স প্রকাশের ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।