ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

২৩ নভেম্বর আউটসোর্সিং বিষয়ক ওয়ার্কশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
২৩ নভেম্বর আউটসোর্সিং বিষয়ক ওয়ার্কশপ

আাগামী ২৩ নভেম্বর ঢাকায় ইএমকে সেন্টারে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত আউটসোর্সিং বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।
 

আাগামী ২৩ নভেম্বর ঢাকায় ইএমকে সেন্টারে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত আউটসোর্সিং বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য  সহ বিভিন্ন দেশে আর্কিটেক্ট ও  সিভিল ইঞ্জিনিয়ারদের আউটসোর্সিং কাজের চাহিদা বাড়ছে ব্যাপকভাবে।

আর সেই বিষয়টির পুরো বিস্তর দেশের আউটসোর্সিংয়ে আগ্রহীদের জানানোর লক্ষ্যে এই আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আই.এ.বি এর প্রেসিডেন্ট ড. আবু সাইদ এম. আহমেদ এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী আসিফ ইকবাল।

আগ্রহীরা এই ওয়ার্কশপে কোনো প্রবেশ মূল্য ছাড়াই অংশগ্রহন করতে পারবেন।

ওয়ার্কশপটির সহযোগিতায় আছে এঙ্কর সিমেন্ট ও ইএমকে সেন্টার।

ওয়ার্কশপে অংশ নিতে নিবন্ধনের জন্য ভিজিট করুন এই  www.bif.org.bd সাইট।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।