ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সৌরশক্তির দ্রুততম গাড়ি ‘জেনিথ’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
সৌরশক্তির দ্রুততম গাড়ি ‘জেনিথ’

প্রতিনিয়তই কমে আসছে বিশ্বের তেলশক্তি। ঠিক এর বিপরীতে বাড়ছে তেলনির্ভর যন্ত্রযানের সংখ্যা।

অবস্থাটা চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। এ মুহূর্তে এ সমস্যার সমাধান দিতে পারে সৌরশক্তি।

দ্য স্টানফোর্ড সোলার কার প্রকল্প দিচ্ছে দারুণ সংবাদ। উল্লেখ্য, গত দু বছরের সৌরশক্তি চালিত গাড়ি নির্মাণে এ প্রকল্পে অর্জন আর অভিজ্ঞতা সবচেয়ে এগিয়ে আছে।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার এ নির্মাতা সৌরশক্তি চালিত ‘জেনিথ’ নামের গাড়ি সফল পরীক্ষা করেছে। এ প্রকল্পের মুখপাত্র জানিয়েছেন, জেনিথই বিশ্বের সবচেয়ে কম সৌরশক্তিতে চালিত দ্রুততম গাড়ি।

উল্লেখ্য, প্রতি দু বছর অন্তর অন্তর সৌরশক্তি চালিত এসব গাড়ির আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসে। এতে বিখ্যাত সৌরশক্তিতে চালিত গাড়িগুলো অংশগ্রহণ করে থাকে।

‘দ্য ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জার’ শীর্ষ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডারউইন থেকে অ্যাডিলেডের ৩ হাজার কিলোমিটারের (১ হাজার ৮৬৪ মাইল) পথে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি সৌরশক্তির গাড়িকে এ নির্দিষ্ট পথ অতিক্রম করতে হয়।

আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখন চলছে পরীক্ষামূলক প্রস্তুতি পর্ব। এ ধরনের সৌরশক্তি চালিত গাড়ি ১ হাজার ওয়াট শক্তি ব্যয়ে ৫০ ঘণ্টা পথ চলতে পারে। অর্থাৎ এক ঘণ্টা পথ চলতে ব্যয় ৫ কিলোওয়াট সৌরশক্তি।

এবারের আসন্ন আসরে আরও কিছু চমক দেখাবে অস্ট্রেলিয়ার এ সৌরগাড়ি নির্মাতা। অন্য সব দেশের সৌরগাড়ি নির্মাতা প্রতিযোগীরাও তাদের কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। তাই আসরটা এবার ভালোই জমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।