ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্লেস্টেশনের দাম কমালো সনি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১
প্লেস্টেশনের দাম কমালো সনি

এবার প্লেস্টেশনের দাম কমালো সনি। এ মুহূর্তে আগের তুলনায় ৫০ ডলার (১৭ ভাগ) কমিয়ে সনি প্লেস্টেশনের দাম ২৪৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

সনি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০০৯ সালে সনি সর্বশেষ প্লেস্টেশনের দাম কমিয়েছিল। মূলত প্লেস্টেশন৩ এর পাঁচ বছর আগের মডেলগুলো সেলআউট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়।

নিনতেনদোর হ্যান্ডহেল্ড থ্রিডিএস প্লেয়ারের বাজারে আসার পরই সনি দাম কমানোর এ ঘোষণা দিল। এ থ্রিডিএস প্লেয়ারে কোনো ধরনের ত্রিমাত্রিক চশমা ছাড়াই থ্রিডি গেম উপভোগ করা যায়।

বিভিন্ন ধরনের স্মার্টফোন এবং আইফোনে অ্যানগ্রি বার্ডস গেম খেলা সম্ভব হওয়ায় গেমনির্ভর পণ্যগুলো যেমন নিনতেনদো এবং প্লেস্টেশনের কদর খানিকটা কমতে শুরু করেছে।

সনির এ মূল্যছাড় আবারও গেমপ্রেমীদের প্লেস্টেশনমুখী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এছাড়াও এ ধরনের মূল্যছাড় প্রতিষ্ঠানের প্রতি ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

বাংলাদেশ সময় ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।