ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মডিউলার টিভি, ইচ্ছেমতো মানন্নোয়ন করা যাবে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মডিউলার টিভি, ইচ্ছেমতো মানন্নোয়ন করা যাবে শাওমি ব্র্যান্ডের টিভি

সিইএস ২০১৭’তে বিশেষ ফিচারের ‘মি টিভি ৪’ উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্যের বৃহৎ প্রদর্শনীতে দর্শক সম্মুখে হাজির করা এই টিভির সবচেয়ে আকর্ষনীয় বৈশিষ্ট্য মডিউলার সিস্টেম।

এর ফলে ব্যবহারকারীরা তাদের খেয়াল খুশী মতো টিভির ভেতরের উপকরণ বদল করে টিভিকে হালনাগাদ করে নিতে পারবেন।

এটি শাওমি’র এ যাবত কালে তৈরি সব মডেলের মধ্যে সর্বাধিক চিকন অবয়বের।

এতে কোনো ফ্রেম নেই। সিইএস ২০১৭’তে শাওমির এক ইভেন্টে প্রতিষ্ঠানের গ্লোবাল ভিপি এমনই দাবি করেছেন।

তথ্য মতে, ফ্রেমহীন এই টিভির পুরুত্ব মাত্র ৪.৯ মিমি.। এটি মি মিক্স স্মার্টফোনের চেয়ে ৩৭ শতাংশ চিকন যেটা শাওমি কিছুদিন আগে উন্মুক্ত করেছে।

কারিগরি দিক থেকে বিনোদনের এই ডিভাইসটি ডলবি এটমস অডিও প্রযুক্তিতে কাজ করবে, যেটা মি টিভি বার বান্ডেলে যুক্ত করা হয়েছে।
এই সাউন্ডে বারে এছাড়াও আছে ১০টি স্পিকার, ২টি ওয়্যারলেস রেয়ার সেটালাইট এবং সাব উফার। এগুলো থাকায় ব্যবহারকারীরা সম্পূর্ণভাবে চলচ্চিত্রের মজাটা উপভোগ করতে পারবেন।

শাওমির বিশেষ এই টিভির মডিউলার সিস্টেমের মাধ্যমে সহজেই এর মাদারবোর্ড সহ অন্যান্য যন্ত্রাংশ খুলে হালনাগাদ করে নেওয়া যাবে।

প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী মি টিভি ৪ গ্রাহকদের মাঝে তিনটি বৈচিত্রে আসছে। এর সাইজগুলো ৪৯, ৫৫ এবং ৬৫ ইঞ্চি।

এছাড়াও থাকছে প্যাচওয়াল যেটা হলো শাওমির আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স ভিত্তিক সুপারিশমূলক ইউআই। এই বৈশিষ্ট্যটি মুভি এবং টিভি প্রোগ্রাম সম্পর্কে অসংখ্য মেটাডাটার উপর ভিত্তিক করে সুপারিশমূলক কনটেন্ট তৈরি করে।

আপাতত টিভিটির মূল্য সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে টিভিটি প্রদর্শনকালে ভিপি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, গ্রাহকরা এটি ২ হাজার ডলারের নিচে কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।