শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে তিনি এ জোনের উদ্বোধন করেন।
এ সময় পলক বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের তথ্য-প্রযুক্তিতে যোগ্য করে তুলতে দেশের প্রায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন পলক। এ সময় তিনি ফ্রি ওয়াইফাই স্থাপনে সহযোগী প্রতিষ্ঠান ‘আমার কোম্পানিজ’ কে ধন্যবাদ জানান।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি/এমজেএফ