ডমেস্টিক এয়ারপোর্টে অনলাইনে কেনা টিকেট দেখাতে গিয়ে ওই বিড়ম্বনায় পড়েন এই ব্যক্তি। কারণ তার মোবাইল ফোনে ইন্টারনেট ছিলো অত্যন্ত স্লো।
গ্রামীণ ফোনের দামি প্যাকেজ নিয়ে নেট চালালেও এমন পরিস্থিতিতে পড়তে হয় তাকে।
আর তাছাড়া বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে গ্রামীণফোনের থ্রিজি সার্ভিস পাওয়া যাচ্ছিলো না। এজ সার্ভিসের সিম্বল দেখা যাচ্ছিলো।
এতে বিরক্ত ওই পাঠক তার ই-মেইল নোটে লিখেছেন, সরকার যতই ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলুক, টেলকোগুলো তাদের সার্ভিস ঠিক না করলে এগিয়ে যাওয়া হবে অসম্ভব।
এটি একজন পাঠকের অভিজ্ঞতা। এমন আরও অভিজ্ঞতা-অভিযোগ বাংলানিউজের কাছে এসেছে।
গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সার্ভিসে আপনার অভিজ্ঞতা কি?
জানান এই ই-মেইলে- nagorikmontobyo@gmail.com
বাংলাদেশ সময় ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএমকে