একদিনের জন্য ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক পেতে গ্রাহকদের *১২১*৩০৬৩# ডায়াল করতে হবে। আর হোয়াটসঅ্যাপে বাংলায় ম্যাসেজিংয়ের জন্য অ্যাপের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করলেই হবে।
সেবাটি প্রসঙ্গে গ্রামীণফোন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বাংলায় ম্যাসেজিং-এর জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডাটা প্যাক চালু করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সঙ্গে অংশীদার হতে পেরে গ্রামীণফোন উচ্ছসিত। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং তাদের সঙ্গে সংযুক্ত থাকার ক্ষেত্রে এ অংশীদারিত্ব বেশ কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস।
হোয়াটসঅ্যাপের গ্রোথ ডিরেক্টর মুবারিক ইমাম বলেন, গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশে ম্যাসেজিং আরো সাশ্রয়ী এবং সুবিধাজনক প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে কাজ করছি। এখন বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে বাংলায় ম্যাসেজিং করতে আর ওয়াইফাই জোন খুঁজে বের করতে হবে না।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজেডএম